shono
Advertisement
SRK Aryan

'ক্ষমতা আছে আমাকে সহ্য করার?', আরিয়ানের ছবিতে অভিনয় প্রসঙ্গে 'সন্দেহপ্রকাশ' শাহরুখের!

ছেলে আরিয়ানের পরিচালনায় কবে অভিনয় করছেন? প্রশ্ন শুনেই এ কী বললেন শাহরুখ?
Published By: Sandipta BhanjaPosted: 09:41 PM Oct 30, 2025Updated: 09:43 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরিয়ান খান পরিচালিত 'ব্যাডস অফ বলিউড' সিরিজে মিনিট খানেকের উপস্থিতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। প্রথমবার সিনেদুনিয়ার অংশ হিসেবে পিতা-পুত্রের এহেন সমীকরণে দর্শকরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই প্রেক্ষিতেই অনুরাগীদের নতুন আবদার, 'মুফাসা' কি 'সিম্বা'র পূর্ণদৈর্ঘ্যের কোনও সিনেমায় অভিনয় করবেন ভবিষ্যতে? 'ব্যাডস অফ বলিউড' দেখার পর থেকেই আরিয়ান পরিচালিত ছবিতে শাহরুখের অভিনয় দেখার আশায় বুক বেঁধেছেন অনুরাগীরা। এই বিষয়ে কিং খান কী ভাবছেন?

Advertisement

বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এহেন প্রশ্নের মুখোমুখি হতে হয় শাহরুখকে। আর বলিউড বাদশার রসবোধের কথা কারও অজানা নয়। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হলেও এবার নিজের ছেলেকে নিয়েও রসিকতা করতে পিছপা হলেন না তিনি। জনৈক নেটিজেন প্রশ্ন ছোড়েন- 'আরিয়ানের পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কবে অভিনয় করবেন?' প্রত্যুত্তরে শাহরুখ জানান, 'আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?' কিং খানের এহেন উত্তরে শোরগোল পড়ে যায় নেটভুবনে। একাংশ আবার প্রশ্ন ছুড়েছেন, 'কিং খান কি আরিয়ানের পরিচালনা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন?' যদিও 'ব্যাডস অফ বলিউড' সিরিজের প্রচারে এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছিল মুম্বই।

ছেলে আরিয়ানের বলিউড ডেবিউ বলে কথা! সেসময়ে পাপারাজ্জিদের থেকেও আশীর্বাদ নিতে কুণ্ঠাবোধ করেননি শাহরুখ। ভাঙা হাতে মঞ্চে উঠে বলেছিলেন, “আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।” এবার প্রশ্ন, অনুরাগীদের ইচ্ছেপূরণ কি হবে? সময়ের গর্ভেই লুকিয়ে সে উত্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরিয়ান খান পরিচালিত 'ব্যাডস অফ বলিউড' সিরিজে মিনিট খানেকের উপস্থিতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ খান।
  • অনুরাগীদের নতুন আবদার, 'মুফাসা' কি 'সিম্বা'র পূর্ণদৈর্ঘ্যের কোনও সিনেমায় অভিনয় করবেন ভবিষ্যতে?
  • শাহরুখ জানান, 'আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? কিংবা আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওঁর?'
Advertisement