সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা। রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা রাখলেন শাহরুখ খান। কিন্তু বয়স তো তাঁর কাছে একটা সংখ্যামাত্র। তাঁর অভিনয়, প্রেমিকসুলভ আচরণ, তাঁর ক্যারিশ্মাতে বুঁদ আসমুদ্রহিমাচলের প্রজন্মের পর প্রজন্ম। এদিন আলিবাগে শাহরুখের বর্তমান ঠিকানায় হল জমাকালো জন্মদিনের উদযাপন। ফারহা খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায়-সহ বলিউডের ঘনিষ্ঠ তারকা সমাগমে হল এদিন শাহরুখের অন্দরমহলে জন্মদিনের সেলিব্রেশন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় দৌলতে কিং খানের জন্মদিনের সেই ছবি পৌঁছে গিয়েছে তাঁর অনুরাগীদের কাছে।
শাহরুখের সঙ্গে এদিন পার্টিতে তোলা ছবি ইনস্টাগ্রামে পোষ্ট করেছেন ফারহা খান। শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ' জন্মদিনের অনেক শুভেচ্ছা কিং। তুমি আরও একশো বছর রাজত্ব করো।'
এখানেই শেষ নয় এই পার্টির আরও এক অতিথি করণ জোহর ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। রানি ছাড়াও সেখানে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডেকেও। ক্যাপশনে করণ লিখেছেন, 'গেস দ্য লোকেশন'। নেটিজেনদের অনুমান করার কথা বললেও তা খুব বেশি সময় লাগেনি বুঝতে যে, করণের ছবিটি ঠিক কোথায় তোলা।
এখানেই শেষ নয়, এদিন শাহরুখের জন্মদিনের ঘরোয়া পার্টির পাশাপাশি রয়েছে ভক্তদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও। ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও বিদেশ থেকে বহু ভক্তরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মায়ানগরী মুম্বইতে। প্রতিবছরের মতো এই বছরও প্রিয় তারকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই সেই ভিড় ও ভক্তদের উন্মাদনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আর তাঁদের সেই ভিড় থেকে উঠে আসছে একটাই জয়ধ্বনি, ‘শুভ জন্মদিন শাহরুখ খান’।
