shono
Advertisement
Sudipa Chatterjee

গাড়িচালকের সঙ্গে বচসা-মারপিট! 'অভিশপ্ত রাইডে'র অভিজ্ঞতা জানিয়ে পুলিশের দ্বারস্থ সুদীপা

কী ঘটেছে? মুখ খুললেন সঞ্চালিকা।
Published By: Sandipta BhanjaPosted: 04:37 PM Dec 01, 2025Updated: 05:38 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার পথে ভয়ানক ঘটনার শিকার সুদীপা চট্টোপাধ্যায়। বাড়ির গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাব বুক করেছিলেন সঞ্চালিকা। কিন্তু মাঝরাস্তায় যে এহেন অনভিপ্রেত ঘটনার শিকার হতে হবে, সেটা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি! হিন্দিভাষী গাড়িচালকের সঙ্গে তাঁর বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত।

Advertisement

কী ঘটেছে? নিজস্ব ইউটিউব ভ্লগে গোটা ঘটনার বিবরণ জানিয়েছেন সুদীপা (Sudipa Chatterjee)। তিনি জানান, বন্ডেল রোডে নিজের দোকান থেকে অ্যাপ ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়ির পথে রওনা হন। মাঝপথে গাড়িচালককে মিষ্টির দোকানে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেই বচসা বাঁধে। সুদীপার মন্তব্য, "শুধু বলেছিলাম, পাঁচ মিনিটের জন্য মিষ্টির দোকানে দাঁড়াতে। তখনই অ্যাপ ক্যাবের ড্রাইভার আমাকে আরেকটা স্টপ যোগ করতে বলেন। পালটা আমি বলি, আমি জানি না এটা কী করে করতে হয়, আপনি করে দিন। তাছাড়া এত অল্প সময়ের জন্য আরেকটা স্টপ যোগ করতে যাবই বা কেন? সেখান থেকে বাকবিতণ্ডার সূত্রপাত।"

সুদীপার কথায়, তিনি গাড়িচালককে বন্ডেল রোড ধরে ভায়া বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মা উড়ালপুলের পথ ধরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাতেও বেঁকে বসেন ওই অ্যাপ ক্যাব ড্রাইভার। বরং অন্য দিকে গাড়ি নিয়ে চলে যান। সঞ্চালিকার সংযোজন, "এরপরই আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা শুরু করেন ওই গাড়িচালক। বলেন- মজা দেখাব! আমায় তেড়ে মারতেও এসেছিলেন। আমিও চুপ থাকিনি, পালটা ওঁর পিঠে ঘুষি কষিয়েছি। এমনকী আমাকে হিন্দি ভাষায় কথা বলতে বলেন ওই চালক। কারণ তিনি নাকি বাংলা বোঝেন না।" গোটা ঘটনায় ভীষণ ভয়ে রয়েছে সুদীপার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। কারণ মায়ের সঙ্গে এদিন অ্যাপ ক্যাবে ছিল সেও। সোমবার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার পথে ভয়ানক ঘটনার শিকার সুদীপা চট্টোপাধ্যায়।
  • বাড়ির গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাব বুক করেছিলেন সঞ্চালিকা।
  • হিন্দিভাষী গাড়িচালকের সঙ্গে তাঁর বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত।
Advertisement