সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ নভেম্বর, বুধবার সাত বছরে পা রেখেছে সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধায়্যের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। ছেলের জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সুদীপা নিজে। সেখানেই দেখা যাচ্ছে তাঁর ছেলের জন্মদিনের জমকালো আয়োজনের ছবি।
এদিন আদিদেবের জন্মদিনের পার্টিতে কচিকাঁচারাই ছিলেন বিশেষ অতিথি। এসেছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই সন্তান ইউভান ও ইয়ালিনি। এছাড়াও বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেকে কাটল আদিদেব। নিজে হাতে সেই কেকের টুকরো ইয়ালিনিকে খাইয়েও দিল সে। দাদা ইউভান ও বাকি সকলের সঙ্গে এদিন ছোট্ট ইয়ালিনিও জমিয়ে মজা করল আদিদেবের জন্মদিনে। তবে আদির হাত থেকে ইয়ালিনি কেক খেলেও ইউভানের মুখ ভার। রাজপুত্রকে খানিক অভিমানী মুখেই দেখা গেল।
খুদেদের নিয়ে আদিদেবের এই বার্থডে পার্টির মেনুতে কী ছিল? জানা যাচ্ছে, এদিন নাকি আদিদেবের জন্মদিনের মেনুতে ছিল কচুরি, আলুরদম, নুডলস-চিলি চিকেন, পেস্ট্রি ও কোল্ড ড্রিঙ্কস। তবে বাঙালি বাড়ির জন্মদিন কি পায়েস ছাড়া হয়? দুপুরের ভোজের সঙ্গে নাকি এদিন ঠাকুমার হাতের পায়েস খেয়েই জন্মদিন জমে উঠেছিল আদিদেবের। সঙ্গে ছিল মাটন চপও।
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্টে এদিন সুদীপা লেখেন, 'আজ তোমার ৭ বছরের জন্মদিনে কয়েকটা সিক্রেট জানাচ্ছি…
১) বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায় তোমাকে,আমার থেকেও বেশি ভালোবাসে ।
২) দাদা আকাশ চট্টোপাধ্যায় তোমাকেই বেশি ভালোবাসে,আর একদম রাগী নয় । দাদা তোমাকে বেশি বকাবকি করে,কারণ- ও ছেলেবেলায় কাউকে বকা দিতে পারেনি ।
৩) তোমাকে ডাস্টবিন থেকে,কুড়িয়ে আনা হয়নি। হসপিটালের ছবি আছে
৪) মা ভান্টু আর তোমাকে দুজনকেই খুব বেশি ভালোবাসে। এত বেশী- যে মা, সেটা মেপে করে বলতে পারেনা ।
৫) তুমি এসে আমাদের পরিবারকে পূর্ণ করেছো । U r the best thing,happened to us.
৬) আর আজ বিকেলে আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেবো । তৈরি থেকো।'
