shono
Advertisement
Sudipta Chakraborty Arindam Sil

টাকার বিনিময়ে আন্দোলনে! অরিন্দমের বিস্ফোরক দাবিতে সুদীপ্তার পালটা চ্যালেঞ্জ, 'সেসব শিল্পীর নাম প্রকাশ্যে আনুন'

অরিন্দম শীলের উদ্দেশে লেখা খোলা চিঠিতে কী দাবি রাখলেন সুদীপ্তা চক্রবর্তীর?
Published By: Sandipta BhanjaPosted: 03:54 PM Apr 21, 2025Updated: 03:54 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আন্দোলনে মুখ দেখানোর জন্য 'অ্যাপিয়ারেন্স ফি' নিয়েছিলেন টলিউডের কিছু তারকা", সম্প্রতি এক সাক্ষাৎকারে আর জি কর আন্দোলনে যোগ দেওয়া তারকাদের নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন অরিন্দম শীল। টলিউড পরিচালকের এহেন দাবিতে বর্তমানে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ঝড়! প্রতিবাদে গর্জে উঠেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্তরা। এবার অরিন্দম শীলকে সেসব শিল্পীদের নাম প্রকাশ্যে আনার জন্য পালটা চ্যালেঞ্জ ছুড়লেন সুদীপ্তা চক্রবর্তী।

Advertisement

চব্বিশ সালের আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে যাওয়া এক অনভিপ্রেত ঘটনায় পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন টলিপাড়ার সিংহভাগ মুখ। প্রথম দিন থেকেই কাউকে রাত জেগে চিকিৎসকদের পাশে থাকতে দেখা গিয়েছে, আবার অনেককে মিছিলে শামিল হয়ে প্রতিবাদও করতেও দেখা গিয়েছিল। আন্দোলনের পয়লা দিন থেকেই আর জি করে জুনিয়র ডাক্তারদের প্রতীবাদ স্থলে দেখা গিয়েছিল সুদীপ্তাকে। এবার অরিন্দমের বিস্ফোরক দাবি নিয়ে পালটা তোপ দাগলেন অভিনেত্রী। ফেসবুকে সংবাদ প্রতিদিন-এর খবর শেয়ার করে পরিচালককে খোলা চিঠি সুদীপ্তার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লিখেছেন, "শ্রদ্ধেয় অরিন্দম শীলদা, আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়তো সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই। সে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে। এই অভিযোগ যেহেতু তুমি করেছো, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।"

পরিচালকের দাবি, সেই আন্দোলনে মুখ দেখানোর জন্য নাকি টলিপাড়ার কিছু তারকা 'অ্যাপিয়ারেন্স ফি' নিয়েছেন। অরিন্দমের কথায়, “এত বড় একটা আন্দোলন, সেখানে যাওয়ার জন্য কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ নিয়েছেন টাকা। তাঁদের বন্ধুরাই তো সেসব কথা বলে বেড়াচ্ছেন!” টলিউড পরিচালক যদিও আন্দোলনে যোগ দেওয়া কারও নাম প্রকাশ্যে আনেননি। তবে ইতিমধ্যেই অরিন্দম শীলের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। কানাঘুষো শোনা যাচ্ছে, অনেকে পালটা চ্যালেঞ্জও ছুড়েছেন যে, 'এমন দাবি করলে সেক্ষেত্রে পরিচালকের প্রমাণ দেওয়ার প্রয়োজন থেকেই যায়। নতুবা আন্দোলনের সঙ্গে যুক্ত সকলের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।' তেমনই সুর এবার সুদীপ্তার কণ্ঠে।

অন্যদিকে অরিন্দমের 'ফি নেওয়া' মন্তব্যের পালটা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, "ওঁর কোনও মন্তব্যের প্রেক্ষিতে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ অরিন্দম শীলের বিষয়ে এতজন মহিলা এগিয়ে এসেছেন, তাঁরা কোনও না কোনও সময় হেনস্থার মুখে পড়েছেন। তাঁদের কাছে সুযোগ নেওয়া হয়েছে। আইনিভাবে কী হয়েছে বা কী হবে, সেটা যাই হোক না কেন, ওই মহিলাগুলোর কথা তো আর মিথ্যে নয়। তাঁরা কেউ বা থানায় কিংবা কেউ আর্টিস্ট ফোরামের মতো পাবলিক ফোরামে অভিযোগ জানিয়েছে। তাঁদের আমরা সকলেই চিনি। ইন্ডাস্ট্রিতে তাঁরা নিয়মিত কাজও করছেন। আর অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে আমি কোনওদিনও কাউকে শুনিনি। ইন্ডাস্ট্রিতে অনেকেই এমন রয়েছেন, যাঁরা সামনে হয়তো ভালো ব্যবহার করেন, তবে পিছন ঘুরলেই ওকে গালাগাল দেয়। কোনওদিন কাউকে ওকে নিয়ে ভালো কথা বলতে শুনিনি।" সাক্ষাৎকারের সেই অংশ ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "আন্দোলনে মুখ দেখানোর জন্য 'অ্যাপিয়ারেন্স ফি' নিয়েছিলেন টলিউডের কিছু তারকা", এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন অরিন্দম শীল।
  • এবার অরিন্দম শীলকে সেসব শিল্পীদের নাম প্রকাশ্যে আনার জন্য পালটা চ্যালেঞ্জ ছুড়লেন সুদীপ্তা চক্রবর্তী।
Advertisement