২০২৫ সালের সবথেকে চর্চিত বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল বলিউড অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজাকে ঘিরে। সেই জল্পনা নিয়ে গোবিন্দা সেভাবে মুখ না খুললেও বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা আহুজা। নানা অভিযোগ এনেছেন গোবিন্দার বিরুদ্ধে। এবার নতুন বছরেও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে গোবিন্দার পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীতা। সঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন গোবিন্দাকে।
সম্প্রতি পডকাস্ট শোয়ে সুনীতা গোবিন্দার পরকীয়া বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা। প্রোমো প্রকাশ্যে আসার পর সেই ঝলকই পৌঁছে গিয়েছে দর্শকের দরবারে। গোবিন্দার পরকীয়া নিয়ে সেখানে সুনীতাকে বলতে শোনা যায়, "এরকম অনেক মেয়ে যায় আসে। কিন্তু আমি কখনও গোবিন্দাকে ক্ষমা করব না। আমি কিন্তু নেপালের মেয়ে আমি যদি খুকরি (ছোড়া) বের করি তাহলে বুঝবে আমি কী কি করতে পারি। অবস্থা খুব খারাপ হবে তখন। তাই বলছি সময় থাকতে শুধরে যাও। নাহলে অনেক দুর্ভোগ আছে।"
এছাড়াও সুনীতা অভিযোগ ও বিদ্রূপের সুরে আরও বলেন, "বয়স তো ৬৩ হল এবার একটু লজ্জা কর। ছেলে মেয়ের কথা ভাব। মেয়ের টিনার বিয়ের বন্দোবস্ত কর। ছেলে যশের কেরিয়ারে নজর দাও।" একইসঙ্গে সুনীতা বলেন, "যশ গোবিন্দার ছেলে হয়ে কোনওদিনও নিজে থেকে বাবার কাছে কোনও সাহায্য চায়নি। আর বাবা হয়ে গোবিন্দাও কখনও ওর পাশে দাড়ায়নি। আমি তো একদিন মুখের উপর সপাটে বলেই ফেলেছিলাম তুমি বাবা নাকি অন্য কিছু?" এর আগে বারবার ডিভোর্সের জল্পনায় জল ঢেলেছিলেন সুনীতা তবে গোবিন্দার পরকীয়া নিয়ে কখনওই মুখ বন্ধ রাখেননি তিনি। গত বছর গণেশ চতুর্থীতে একসঙ্গে সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়ে দম্পতি জল্পনা উড়িয়েছিলেন। সুনীতা বলেছিলেন, "আজ বিশ্বাস হল তো আমাদের একসঙ্গে দেখে? কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে কিন্তু বিচ্ছেদ নয়।"
