সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সোমবার, ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। দিন দশেক বাদে এবার হরিদ্বারে প্রয়াত অভিনেতার শ্রাদ্ধকর্ম সেরে অস্থি বিসর্জন করা হল। তবে সানি-ববিরা মুখাগ্নি করলেও অস্থি বিসর্জনের প্রথা সারলেন দেওল পরিবারের অন্য সদস্য।
ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের জন্য মঙ্গলবার সন্ধেবেলাই হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন সানি দেওল, ববি দেওল এবং নাতি করণ দেওলরা। এদিন রাতে হোটেলের বারান্দা থেকে সানির চাপানের মুহূর্তও ক্যামেরাবন্দি করেছিলেন স্থানীয়রা। বলিউড মাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ হরিদ্বারের শ্রাবণ নাথ নগরের পিলভিট হাউস ঘাটে পৌঁছন দেওলরা। সেখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে হিন্দুমতে বলিউডের 'হি ম্যানে'র শ্রাদ্ধশান্তির পুজোপাঠ করা হয়। এরপরই পুরোহিতের নির্দেশে হর কি পৌরি ঘাটে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন নাতি করণ দেওল। জানা গেল, বাবা-কাকার সঙ্গে তিনিও নিয়ম পালন করেছেন। তবে শেষকৃত্যের মতো এক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন সানি-ববিরা। তাই অস্থি বিসর্জনের দিনও ঘাটে উপস্থিত প্রত্যেকের উপর কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল যাতে অন্দরের খবর বাইরে না যায়। কিন্তু উৎসুক জনতা কি আর অত সহজেই বাঁধা মানে? অতঃপর ঘাটে পুজোপাঠের ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই নেটভুবনে ভাইরাল।
ভাইরাল এক ভিডিওতেই দেখা গেল, সানিপুত্র করণ দেওলকে ঠাকুরদার অস্থি বিসর্জন করতে। নীল-সাদা তোয়ালে দিয়ে গা ঢেকে রেখেছিলেন প্রত্যেকে। অস্থি বিসর্জনের পর কান্নায় ভেঙে পড়েন ববি দেওল। পাশে দাঁড়ানো সানিও তখন আবেগপ্রবণ। ভাইপো করণকে বুকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দিলেন কাকা ববি। এমনই কিছু টুকরো মুহূর্ত আপাতত সোশাল পাড়ার চর্চায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ধর্মেন্দ্র অনুরাগীরাও। জানা গিয়েছে, গঙ্গায় অস্থি বিসর্জনের পর দেওলরা জলি গ্র্যান্ট বিমানবন্দরে যান। সেখান থেকে বুধবার দুপুরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা হন তাঁরা। তবে উল্লেখ্য, ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের পুজোপাঠেও হেমা মালিনীকে দেখা গেল না।
