shono
Advertisement
Hrithik Roshan

অতি বায়নাক্কায় কাঁচি রণবীর! 'ডন ৩' উতরাতে ফারহানের ভরসা হৃতিক?

Don 3: এর আগে 'ডন ২' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে।
Published By: Arani BhattacharyaPosted: 06:06 PM Dec 30, 2025Updated: 07:02 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অমিতাভ বচ্চন ও তারপর শাহরুখ খান অভিনীত 'ডন'র জুতোয় এবার নাকি পা গলাতে চলেছেন হৃতিক রোশন। রণবীর সিং এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর তারপর থেকেই নাকি এই মেগাবাজেট ছবির জন্য নায়কের সন্ধান চালাচ্ছেন নির্মাতারা। আর এরমধ্যেই গুঞ্জন রণবীরের বদলে নাকি নির্মাতাদের পছন্দ এবার হৃতিক। যদিও এই গুঞ্জনে কোনওভাবে সিলমোহর দেয়নি।

Advertisement

উল্লেখ্য, এর আগে 'ডন ২' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে। ছবিতে যখন ছদ্মবেশে গা ঢাকা দেন শাহরুখ তখন হৃতিককে দেখা গিয়েছিল সেই চরিত্রে। আর এবার বলিউডের 'কৃষ'কেই সেই চরিত্রে ভাবা হচ্ছে বলে খবর। যদিও পুরো আলোচনাটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এমন এক হেভিওয়েট চরিত্রের জন্য বলিউডের তেমন একজনের সন্ধানই চালাচ্ছে নির্মাতারা। হৃতিকও এই নিয়ে কোনওরকম মুখ খোলেননি। তবে সত্যিই কি আইকনিক 'ডন' চরিত্রে তাঁকেই দেখা যাবে নাকি কোনও নতুন মুখে ভরসা রাখবেন ফারহান আখতার ও তার টিম এখন তা জানা সময়ের অপেক্ষা। যদিও এই গুঞ্জন কানে আসার পর থেকে তা নিয়ে এক আলাদা উন্মাদনার সাগরে ভাসছেন হৃতিক অনুরাগীরা। উল্লেখ, এর আগে এক সাক্ষাৎকারে ফারহান নিজে জানিয়েছিলেন যে, 'ডন' চরিত্রে শাহরুখ নন বরং তাঁর প্রথম পছন্দ ছিল হৃতিক। এবার পরিচালকের সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে বলেও অনেকের ধারণা।

ছবি ফেসবুক

উল্লেখ্য, 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোর পর শোনা গিয়েছিল যে, ‘ধুরন্ধর’ তুমুল সাফল্যের মুখ পরই রণবীর নাকি সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই ‘খিলজি’র মন্দা কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। কথা ছিল, ধুরন্ধর-এর বিজয়রথের চাকা গড়ালেই ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। কিন্তু সেসব এখন অতীত। আপাতত 'ডন' নায়কের সন্ধানে ছবির টিম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে অমিতাভ বচ্চন ও তারপর শাহরুখ খান অভিনীত 'ডন'র জুতোয় এবার নাকি পা গলাতে চলেছেন হৃতিক রোশন।
  • রণবীর সিং এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর তা নিয়ে কম জলঘোলা হয়নি।
  • আর তারপর থেকেই নাকি এই মেগাবাজেট ছবির জন্য নায়কের সন্ধান চালাচ্ছেন নির্মাতারা।
Advertisement