shono
Advertisement
Dev-Rukmini

পাকাপাকি মুম্বই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী! চলছে ফ্ল্যাট কেনার পরিকল্পনাও, বলিউডে ডাক পেলেন?

জিৎ-প্রসেনজিতের পর দেবও বলিউডে ডাক পেলেন?
Published By: Sandipta BhanjaPosted: 07:25 PM Jul 02, 2025Updated: 07:25 PM Jul 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত একদশক ধরে একাধিকবার তাঁদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম। তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টারজুটির সম্পর্কের নাকি তাল কেটেছে! আর এই চলতি গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, "গত বারো বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!" শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বইতে শিফট করার চেষ্টা করছেন।

Advertisement

মুম্বইয়েই বেড়ে ওঠা দেবের। সেখান থেকেই গ্ল্যামারদুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, "প্ল্যান করছি মুম্বইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বই যেতে হয়। তাছাড়া ফাইটমাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন আমাকে মুম্বইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বইতেই হচ্ছে। যেমন 'রঘু ডাকাত' ছবিটা 'ডলবি অ্যাটমস' করতে হলেও আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে। আমাদের 'প্রজাপতি ২' ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধেই হবে। তবে সেসব করতে হলে মুম্বইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।" সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে খোলাখুলি একথা জানিয়েছেন দেব। শুধু তাই নয়, বন্ধু রুক্মিণীর কেরিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা।

দেবের কথায়, "২০২১ সালে রুক্মিণী যখন 'সনক' করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি ওঁকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বইতেও আমার অনেক কাজ থাকে।" প্রসঙ্গত, টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ-সহ বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই এখন বলিউডে পরিচিত নাম। অদূর ভবিষ্যতে সেই তালিকায় দেবের নামও সংযোজন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বইতে শিফট করার চেষ্টা করছেন দেব।
  • দেবের মন্তব্য, "প্ল্যান করছি মুম্বইতে একটা ফ্ল্যাট কেনার।"
  • বন্ধু রুক্মিণীর কেরিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা।
Advertisement