সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্যান্ড আপ কমেডির নামে অপমানজনক মন্তব্য। দিব্যাঙ্গ তথা বিশেষভাবে সক্ষমদের ব্যাঙ্গ করা। এই নিয়ে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সময় রায়না-সহ কয়েকজনকে কড়া ভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতি প্রস্তাব দিলেন, এই ধরনের মন্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে আইন আনা হোক।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার রায়না ও আরও চার কমেডিয়ানকে নির্দেশ দিল দিব্যাঙ্গদের জন্য তহবিল গঠন করে অর্থ তোলার ও সেই সঙ্গে তাঁদের নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। সেই সঙ্গেই এদিন প্রধান বিচারপতি বলেন, ''কেন এক্ষেত্রেও তফসিলি জাতি/উপজাতি আইনের মতো একটি আইন কেন বিবেচনা করা হবে না, যেখানে ওঁদের (দিব্যাঙ্গ) অবমাননার জন্য স্পষ্ট শাস্তির বিধান থাকবে?'' তাঁর কথার সঙ্গে একমত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কৌতুক কখনওই কারও মর্যাদার মূল্যে তৈরি হতে পারে না।
উল্লেখ্য, গত মে মাসের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি সময় রায়না-সহ আরও চার সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য রেখেছিলেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শুধু তাই নয় দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল যে, প্রতিটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু কেউ যদি এমন ঘটনা প্রতিনিয়ত চালিয়ে যায় তাহলে তাঁদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা প্রয়োজন। সময় রায়না ছাড়া এই তালিকায় রয়েছেন বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ার।
গত অক্টোবরে অভিযুক্ত কমেডিয়ানরা এই বিবৃতিও দেন। তাতে বলা হয়, ''আমরা, সময় রায়না, বিপুল গোয়েল, সোনালি ঠক্কর, নিশান্ত তানওয়ার এবং বলরাজ ঘাই... আমাদের অনুষ্ঠানের কারণে সৃষ্টি হওয়া কষ্টের জন্য গভীরভাবে দুঃখিত। ভবিষ্যতে আমরা আরও সচেতন থাকব এবং ওই সম্প্রদায়ের (দিব্যাঙ্গ) চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনার শক্তি আমাদের বেড়ে উঠতে অনুপ্রাণিত করবে।''
