সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আর কোনও খবরে থাকুন বা না থাকুন বিতর্কে তিনি থাকবেনই। কথা হচ্ছে স্বরা ভাস্করের (Swara Bhaskar)। বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে স্বরা উঠে এসেছেন চর্চায়। এবার বলিউড নিয়ে ফের বিস্ফোরক তিনি। তুলে ধরলেন 'বীরে দি ওয়েডিং' ছবিতে তাঁর কাজ করার অভিজ্ঞতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল আমার 'বীরে দি ওয়েডিং' ছবিতে কাজ করার সময়। ছবিতে মারাত্মকরকম নজর দেওয়া হত লুক, গ্ল্যামার ও পোশাকের উপর। শুধু তাই নয় একটা সুন্দর শারীরিক গঠন বজায় রাখার চাপও ছিল। এটা মেনে চলা ছিল বেশ কষ্টকর। এমনকী 'তারিফা' গানে দৃশ্যের প্রয়োজন বলে এমন সব পোশাক পরতে হয়েছিল আমাকে যা একপ্রকার আমার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।"
স্বরা আরও বলেন, "অর্ধনগ্নই প্রায় ছিলাম। রিয়াকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কী ধরনের পোশাক? আমাকে একটা সুইমস্যুট পরতে হয়েছিল সঙ্গে পায়ে নেটের স্টকিংস। তৈরি হয়ে ভ্যানিটি ভ্যান থেকে স্টুডিও অবশি ওইভাবে অর্ধনগ্ন হয়ে যেতে আমার ভীষণ অস্বস্তি হয়েছিল। অবশেষে অনেক অনুরোধের পর আমাকে একটা তোয়ালে দেওয়া হয়। যা গায়ে জড়িয়ে আমি কিছুটা স্বস্তি পাই।" উল্লেখ্য, রিয়া কাপূর পরিচালিত 'বীরে দি ওয়েডিং' ছবিতে সোনম কাপুর, করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন স্বরা। সেই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা যে সুখকর ছিল না তা ভাগ করে ফের শিরোনামে উঠে এসেছেন স্বরা।
