সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা মে, ফেডারেশনের মেগা মিটিংয়ের পরই ইন্ডাস্ট্রির অন্দরে জোড়াল জল্পনা শোনা গিয়েছিল, কলাকুশলীরা একযোগে অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সুদেষ্ণা রায়-সহ ক'জন পরিচালককে 'বয়কট' করতে চলেছেন। এবার সেই আশঙ্কাই সত্যি হল। বন্ধ হয়ে গেল, অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিং।
জানা গিয়েছে, বুধবার, ১৪ মে অনির্বাণ ভট্টাচার্যর বাংলা ব্যন্ড 'হুলিগানিজম'-এর তৃতীয় গানের মিউজিক ভিডিও শুট করার কথা ছিল। তবে অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করতে নারাজ কলাকুশলীদের একাংশ। খবর, ফেডারেশনের তরফে এই সিদ্ধান্ত নাকি নির্ধারিত দিনের চব্বিশ ঘণ্টা আগেই ১৩ মে প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, অনির্বাণের এই মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত থাকা প্রোডাকশন ডিজাইনার শুভার্থী বিশ্বাসকেও বয়কটের ডাক ওঠে। টলিপাড়ার অমন্দরমহল সূত্রে খবর, শুভার্থীর বিরুদ্ধে নাকি আর্ট ডিরেক্টর্স গিল্ডে অভিযোগ জানানো হয়। যদিও শুভার্থী সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, তবে তাতেও লাভ হয়নি! শেষমেশ অনির্বাণের 'হুলিগানিজম'-এর মিউজিক ভিডিওর কাজ বিশ বাঁও জলে। কোনও কলাকুশলীই তাঁর সঙ্গে কাজ করতে নারাজ।
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষের লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলিপাড়ায়। মূলত 'অসহযোগিতা'র অভিযোগ উঠেছে দু’ তরফ থেকেই। উল্লেখ্য, অনির্বাণ অভিনেতার পাশাপাশি পরিচালকও। এদিকে আর্টিস্ট ফোরাম সাফ জানিয়ে দিয়েছে যে, নতুন ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের দ্বন্দে তাঁরা নাক গলাবে না। এমন আবহেই আবার মঙ্গলবার জানা যায়, ফেডারেশন সভাপতি স্বারূপ বিশ্বাস এবার সর্বভারতীয় টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশনের আন্দোলনে বাংলার সমস্যাও তুলে ধরবেন। এপ্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "চেন্নাইয়ে সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানদের সব এমপ্লয়িজ অ্যাসোশিয়েশন সেখানে থাকবে। । ফলে আমাদের বাংলার সমস্যাগুলিও সেখানে তুলে ধরা হবে। তামিল ফেডারেশন থেকে যেরকম তাদের সমস্যা আমাদের জানানো হয়েছে, আমরাও জানাব যে, আমাদের বিরুদ্ধে কীভাবে আদালতে মামলা করা হয়েছে।" সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, অনির্বাণ, পরমব্রত-সহ জনা কয়েক পরিচালকদের বিরুদ্ধে টেকনিশিয়ানদের অসহযোগিতা কি এবার সর্বভারতীয় স্তরে? যদি তাই হয়, এক্ষেত্রে পরমব্রতদের জন্য সমস্যা যে বাড়বে, তা বলাই বাহুল্য। কারণ অভিনেতা-পরিচালক বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন চুটিয়ে। অনির্বাণও ইতিমধ্যে রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে কাজ করছেন। তাহলে বাংলায় কাজ বন্ধ হলে কি বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন অভিনেতা-পরিচালক? সর্বভারতীয় টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশনের আন্দোলেনে বাংলার প্রসঙ্গ উত্থাপন হলে, অনির্বাণের উপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
