shono
Advertisement
Vivaan Ghosh

বাইপাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভিভান ঘোষ, এখন কেমন আছেন অভিনেতা?

সেই শুটিং থেকে ফেরার পথে ঘটে বিপত্তি।
Published By: Akash MisraPosted: 10:14 AM Jun 27, 2024Updated: 02:03 PM Jun 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভিভান ঘোষ (Vivaan Ghosh)। বাংলার ড্রয়িং রুমে অবশ্য তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত। সেই ভিভান ঘোষই সম্প্রতি পড়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার মুখে। জানা গিয়েছে, ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। কপালের জোরে প্রাণে বেঁচে যান ভিভান।

Advertisement

সংবাদ মাধ্যমকে ভিভান জানিয়েছেন, ''মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরিট। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়।’’

[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]

অভিনেতা জানিয়েছেন, ''তিনি ও গাড়ির চালক সুস্থ রয়েছেন। চোট অবশ্য অল্প লেগেছে। তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে দুমড়ে গিয়েছে। পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে।''

কৃষ্ণকলি, উমার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন ভিভান। সদ্য শুরু হয়েছে, নতুন ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর শুটিং। সেই শুটিং থেকে ফেরার সময়ই বিপত্তি।

[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদ মাধ্যমকে ভিভান জানিয়েছেন, ''মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল।
  • ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে।
Advertisement