সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করে নিজস্ব সিনেইন্ডাস্ট্রিতেই সমালোচিত সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu Wedding)! পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। আর সেই প্রেক্ষিতেই 'ঘরভাঙানি, আত্মকেন্দ্রিক মহিলা' বলে কটাক্ষ শুনতে হল সামান্থাকে!
শুটিং করতে গিয়ে পরিচালক-অভিনেত্রীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়! সেই তালিকায় নতুন সংযোজন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। 'ফ্যামিলি ম্যান ২'-এর সূত্রে আলাপ, বন্ধুত্ব। এবার বিয়ের পিঁড়িতে মধুরেণ সমাপয়েৎ! সোমবার সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক পরিবেশে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তারকাজুটি। গত দেড় বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও রাজ-সামান্থা যে এই শীতেই চারহাত এক করতে চলেছেন, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনেদুনিয়া। অতঃপর সোমবার যখন লিঙ্গ ভৈরবী মন্দির থেকে দক্ষিণী সুন্দরী 'ধূমকেতু'র মতো বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন, তখন নেটভুবনে শোরগোল পড়ে যায়। তবে শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও ধেয়ে এসেছে অভিনেত্রীর উদ্দেশে।
ছবি : ইনস্টাগ্রাম
সোমবার দুপুরে সামান্থা যখন সোশাল মিডিয়ায় তাঁর বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন, ঠিক সেসময়েই নামোল্লেখ না করে নায়িকাকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন তেলুগু সিনেদুনিয়ার অভিনেত্রী পুনম কৌর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নিজের সংসার পাতার জন্য অন্যের ঘর ভাঙা- অত্যন্ত দুঃখজনক! এই তো ক্ষমতাশীল, শিক্ষিত তথা আত্মকেন্দ্রিক মহিলা- টাকা দিয়ে যাঁকে নিজের প্রচার করিয়ে নিজেকে মহিমান্বিত করতে হয়।" এখানেই অবশ্য থামেননি পুনম। ওই পোস্টেই সামান্থার স্বামী রাজকেও খোঁচা দিয়েছেন তিনি। নামোল্লেখ না করে তেলুগু নায়িকার সংযোজন, "টাকা দিয়ে শুধু দুর্বল পুরুষদেরই কেনা যায়।" সামান্থার বিয়ের আবহে দাবানল গতিতে ভাইরাল পুনমের বিস্ফোরক পোস্ট।
উল্লেখ্য, রাজ নিদিমরুর আগের পক্ষের স্ত্রী-সন্তান রয়েছে। রাজের প্রথমা স্ত্রী শ্যামলী দে'র ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও সোমবার দিনভর চর্চা হয়েছে। যেখানে তিনি লিখেছিলেন. 'বেপরোয়া লোকজন বেপরোয়া কাজকর্মই করে।' অন্যদিকে সম্পত্তির নীরিখেও স্বামী রাজের তুলনায় অনেকটা এগিয়ে স্ত্রী সামান্থা রুথ প্রভু। শোনা যায়, ২০২২ সালে সামান্থার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হওয়াতেই প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ে রাজের। তারপর আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। অতঃপর পুনমের পোস্ট দেখে 'দুয়ে দুয়ে চার' করতে বাকি রাখেনি নেটভুবন। অনুমান, নাম না করেই সামান্থাকে বিঁধেছেন তাঁর তেলুগু সিনেদুনিয়ার সহকর্মী।
