shono
Advertisement
Tnusree Chakraborty Wedding

বিদেশে চুপিসারে বিয়ে করলেন তনুশ্রী, লাস ভেগাসে স্বপ্নের 'সাতপাক', পাত্র কে?

লাস ভেগাসে টলিউড অভিনেত্রীর 'হোয়াইট ওয়েডিং'।
Published By: Sandipta BhanjaPosted: 09:42 AM Nov 28, 2025Updated: 12:56 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty Wedding)। দিন কয়েক ধরেই কলকাতার বাইরে তিনি। জানিয়েছিলেন, লাস ভেগাসে ছুটি কাটাতে যাচ্ছেন, কিন্তু অদৃষ্টের পরিকল্পনা ছিল অন্য। কথাতেই আছে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে! তনুশ্রীকে না জানিয়েই তাঁর প্রেমিক বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেছিলেন। অগত্যা মা-বাবাকে ভিডিও কলে সাক্ষী রেখে আটলান্টা নিবাসী পাত্রের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন তনুশ্রী।

Advertisement

জানা গেল, পাত্রের নাম সুজিত বসু। আইটি পেশার সঙ্গে যুক্ত তিনি। টেকনোলজিস্ট দীর্ঘ ২৮ বছর ধরে বিদেশে থাকেন। আর অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের বয়স মোটে পাঁচ মাস। প্রেমটা হল কীভাবে? এক বন্ধুর মাধ্যমে সুজিতের সঙ্গে আলাপ অভিনেত্রীর।হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। এবার লাস ভেগাসে স্বপ্নের মতো বিয়েটাও সেরে ফেললেন যুগলে। তবে বাঙালি মতে নয়, বিদেশের মাটিতে 'হোয়াইট ওয়েডিং' সারলেন তনুশ্রী-সুজিত। কিন্তু তার সঙ্গে হাতে শাঁখা-পলা, আর সিঁদুরে সিঁথি রাঙাতেও ভোলেননি। সাদা গাউনে নবপরিণীতা রূপে দেখা গেল টলিউড অভিনেত্রীকে। আর বরমশাইও ধরা দিলেন একেবারে কেতাদুরস্ত সাহেবি পোশাকে। মধুচন্দ্রিমার প্ল্যানও তৈরি। বরের জন্য ফ্লোরিডা ট্যুর প্ল্যান করেছেন তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)।

লাস ভেগাসে অভিনেত্রী তনুশ্রীর স্বপ্নের বিয়ে। (ছবি- সংগৃহীত)

সংবাদমাধ্যমের কাছে তনুশ্রী জানিয়েছেন, "পাঁচ মাসেই একে-অপরের খুব কাছাকাছি চলে এসেছি। দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলাম। তবে সেটা যে এখানেই হয়ে যাবে ভাবিনি।" সদ্য বিবাহিতা অভিনেত্রী জানিয়েছেন, স্বামী সুজিত তাঁর কাজকে খুবই শ্রদ্ধা করেন। আর সেটাই তনুশ্রীর ভালো লাগা কিংবা বড় পাওনা, বললেও অত্যুক্তি হয় না। সুজিত নিজেও কলকাতার ছেলে। তবে দীর্ঘদিন কর্মসূত্রে মার্কিন মুলুকে থাকেন। তাহলে কি বিয়ের পর টলিউডকে বিদায় জানাতে চলেছেন 'ডিপ ফ্রিজ' নায়িকা? এপ্রসঙ্গে অভিনেত্রীর মত, দেশ-বিদেশ দুজায়গা মিলিয়েই থাকবেন তিনি। আর অভিনয়ও চলবে। তবে টলিপাড়ার বন্ধুদের জন্য কোনও রিসেপশনের প্ল্যান রয়েছে কিনা? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
  • পাত্রের নাম সুজিত বসু। আইটি পেশার সঙ্গে যুক্ত তিনি।
  • মা-বাবাকে ভিডিও কলে সাক্ষী রেখে আটলান্টা নিবাসী পাত্রের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন তনুশ্রী।
Advertisement