shono
Advertisement

Breaking News

Saraswati Puja- Tollywood

কারও সন্তানের হাতেখড়ি, কেউ বুঁদ রোম্যান্সে, কেমন কাটল তারকাদের বীণাপাণি আরাধনা?

অনেক তারকার কাছেই এই বছরের পুজো অনেকটাই স্পেশাল তাঁদের সন্তানের হাত ধরে। কেউ কেউ আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'তে মেতেছেন মনের মানুষের সঙ্গে।
Published By: Arani BhattacharyaPosted: 07:42 PM Jan 23, 2026Updated: 07:43 PM Jan 23, 2026

সকাল থেকে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বাকি আর পাঁচজনের মতই চোখে পড়ছে তারকাদের সরস্বতী পুজো উদযাপনের নানা ছবি। অনেক তারকার কাছেই এই বছরের পুজো অনেকটাই স্পেশাল তাঁদের সন্তানের হাত ধরে। কেউ কেউ আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'তে মেতেছেন মনের মানুষের সঙ্গে। কেমন কাটল এই বছর তারকাদের এই বছরের সরস্বতী পুজো দেখে নিন।

Advertisement

অভিনেতা পর্দার ব্যোমকেশ-সত্যবতী অর্থাৎ গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষের একরত্তি সন্তান ধীরের হাতেখড়ি হয় এদিন। এদিন বাবার কোলে বসে শ্লেটে বাংলা বর্ণমালা লেখে এদিন তারকা দম্পতির একরত্তি ছেলে। এদিনের এই মুহূর্তের সমস্ত ছবি নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন রিদ্ধিমা ও গৌরব।

 

অভিনেতা-স্বামী যশ, ছেলে ঈশান ও বন্ধুদের সঙ্গে জমজমাট হয়ে উঠল টলি অভিনেত্রী নুসরত জাহানের সরস্বতী পুজো। এদিন তাঁরাও তিনজনে সেজেছিলেন হলুদ শাড়ি-পাঞ্জাবীতে। এদিন সবকিছুর মাঝেও যশের সঙ্গে ভালোবাসায় মাখা ছবি তুলতেও ভোলেননি নুসরত। 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

 

অন্যদিকে মেয়ের একগুচ্ছ ছবি পোস্ট ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায় সুদীপ ও অনিন্দিতাও। তাঁদের একরত্তি মেয়ে তিষ্যার এটিই প্রথম সরস্বতী পুজো। হলুদ-লাল জামদানি কাজের পোশাকে এদিন সাজিয়েছিলেন মেয়েকে তাঁরা। ক্যাপশনে লেখা 'আমার প্রথম সরস্বতী পুজো।'

 

একরত্তি ছেলেকে নিয়ে প্রথম সরস্বতী পুজো কাটালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সায়নদীপ সরকার। হলুদ পোশাকে এদিন সেজেছিলেন তাঁরা তিনজনেই। রংমিলান্তি পোশাকে সেজে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা।

 

একরত্তি মেয়ে মীরার সঙ্গে এটাই প্রথম সরস্বতী পুজো পর্দার 'মিশকা' থুরি অহনার। আর তাই এই পুজো যে তাঁর কাছে অন্যান্য সব বছরের থেকে আলাদা তা বলাই বাহুল্য। এদিন হলুদ-নীলের কম্বিনেশনে লেহঙ্গাতে মেয়েকে সাজিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন দীপঙ্করও।

মেয়ের সঙ্গে মিলিয়ে তাঁরা দু'জনেও এদিন পরেছেন হলুদ রঙের শাড়ি। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ক্যাপশনে অহনা লিখেছেন, 'আমাদের তো বেশ লাগছে'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement