shono
Advertisement
Cinematographer Soumyadipta Guin

শোকের ছায়া টলিউডে, নিজের বাড়িতেই 'আত্মঘাতী' স্বনামধন্য চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন!

চিত্রগ্রাহকের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া।
Published By: Arani BhattacharyaPosted: 02:11 PM Nov 23, 2025Updated: 04:40 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন (Cinematographer Soumyadipta Guin) ওরফে ভিকি। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

Advertisement

চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার এদিন সংবাদ প্রতিদিন ডিজিটালকে এ প্রসঙ্গে জানান, কসবায় নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সৌম্যদীপ্তর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা করলেও এমন সিদ্ধান্ত কেন নিলেন তিনি? শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যদীপ্ত। পরিবারে রয়েছে স্ত্রী ও এক সন্তান।  

এদিন চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার সংবাদ প্রতিদিন ডিজিটালকে আরও বলেন, "গিল্ডের তরফে আর্থিক সাহায্য করা হবে প্রয়াত চিত্রগ্রাহকের পরিবারকে।" ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে। উত্তর কলকাতার ছেলে সৌম্যদীপ্তর দীর্ঘ পথচলা ইন্ডাস্ট্রিতে। কাজ করেছেন একাধিক নামী পরিচালকের সঙ্গে। সাম্প্রতিককালে রাজা চন্দর 'হালুম' ও সদ্য মুক্তিপ্রাপ্ত 'পুলিশ' ছবিতেও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন বহু বছর চিত্রগ্রাহক তথা পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর সঙ্গেও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন ওরফে ভিকি।
  • শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
Advertisement