সংবাদ প্রাতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ গায়ে মেখে বেড়াতে যেতে কে না ভালোবাসেন? তা আমজনতাই হোক বা তারকা। পাহাড় হোক বা সমুদ্র, শীতের মরশুমে ঘুরতে যাওয়া মাস্ট! আর ঠিক সেভাবে ঠান্ডা পড়তেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পাহাড় পাড়ি নুসরত জাহানের। সঙ্গী যশ ও ছেলে ঈশান। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ীর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁদের সমুদ্রে শীতের ছুটি কাটানোর ছবি।
নিজের সোশাল মিডিয়া পেজে পাহাড় সফরের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরত। পাহাড়ের কোলে কোথায় যশের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নুসরত, তা যদিও খোলসা করেননি। তবে তাঁর 'ভ্যাকেশন মুডে'র একগুচ্ছ ছবিতে দেখা যাচ্ছে ছেলে ঈশানের সঙ্গে তাঁর আদুরে ছবি।
এখানেই শেষ নয়, স্বামী যশের বাহুলগ্না হয়েও একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে রয়েছে পাহাড় ভ্রমণের নানা মুহূর্ত। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল যে, যশ-নুসরত জুটির দাম্পত্যে চিড় ধরেছে। যদিও সেসব গুঞ্জনে জল ঢেলে এক্কেবারে 'লাভি ডাভি ডুয়ো' হয়ে ফের অনুরাগীমহলে ধরা দিয়েছেন তাঁরা।
এদিকে শীতের শুরুতেই স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, মেয়ে কৃষভি ও শাশুড়িমাকে সঙ্গে নিয়ে পুরী ভ্রমণে গিয়েছেন কাঞ্চন মল্লিক। সপরিবারে পুরী ভ্রমণের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁরা দু'জনেই। শ্রীময়ী আবার জানিয়েছেন, পুরী সফরে কৃষভির জন্য সঙ্গে কী কী নিতে হয়েছে।
মাত্র দু'দিনের সফরে গিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। মা-বাবার সঙ্গে পুরী বেড়াতে গিয়ে রীতিমতো মেতে রয়েছে কৃষভিও। সমুদ্রের ঢেউ দেখে সে যেন বিস্মিত। চোখে আবার পরেছে বাহারি রোদচশমাও। কখনও দিদার কোলে, তো কখনও মা-বাবার সঙ্গে একরত্তি কৃষভিও এই সফর কম উপভোগ করছে না।
