সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ে ওঠা কলকাতায় হলেও বিগত অনেক বছর ধরেই অভিনেত্রী ত্রিধা চৌধুরীর (Tridha Chowdhury) পাকাপাকি আস্তানা মুম্বই। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবু ও সন্তু' ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদুনিয়ায় অভিষেক হয় অভিনেত্রীর। তারপর আর সেভাবে তাঁকে বাংলা ছবিতে পায়নি দর্শক। হিন্দি ছবি ও সিরিজেই তিনি কেড়েছেন সকলের নজর। কাজ করেছেন ববি দেওল থেকে কপিল শর্মার সঙ্গে। কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে ত্রিধার 'কিস কিসকো প্যায়র করু ২' মুক্তির পর থেকেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি বাংলা এক সংবাদমাধ্যমকে কপিলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ত্রিধা।
কেমন ছিল কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে কাজের অভিজ্ঞতা? এপ্রসঙ্গে ত্রিধা বলেছেন, "প্রথম এই ছবির হাত ধরে আমি কমেডি ঘরানার কাজ করেছি। কমেডি একটা অন্যরকমের চ্যালেঞ্জ। অনেকেই মনে করেন যে, এটা খুব সহজ। তা কিন্তু একেবারেই নয়। এই ছবির চিত্রনাট্যও খুব যত্ন করে লেখা হয়েছিল। চরিত্রের নাম মীরা। ছবিটা দেখলেই বোঝা যায় যে, কমেডির মধ্যেও এই চরিত্রটা ঠিক কতটা গুরুত্ব পেয়েছে। শুধু তাই নয়, কপিলের মতো বিনয়ী একজনের সঙ্গে অভিনয় করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। এত জনপ্রিয়তা সত্বেও তাঁর পা সবসময় মাটিতে ছিল। কপিল আমাকে 'মিস চৌধুরী' নামে সম্বোধন করেন। সকলকে ভীষণ সম্মান করেন।"
এছাড়াও ত্রিধা বলেন, "এই মীরা চরিত্রটা সত্যিই অনেকটা আমার মতো। আমি এরকম চরিত্রের জন্য বহুদিন ধরে অপেক্ষা করে ছিলাম। এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে আমরা সত্যিই আপ্লুত। আমি এর আগে 'আশ্রম'-এ একটি সাহসী চরিত্রে অভিনয় করেছি। ববিতা চরিত্রটা যেমন আমার কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল এটাও তাই। 'ববিতা'র মত চরিত্র আমাকে আগামীতে নতুন নতুন চরিত্রে নিজেকে ভাঙার সাহস জুগিয়েছে।"
