shono
Advertisement
Twinkle Khanna

স্বামীদের পরকীয়াকে সমর্থন! 'নিতান্তই মজা ছিল', বিতর্ক ধামাচাপা দিতে সাফাই টুইঙ্কলের?

অভিনেত্রীর 'রাত গ্যায়ি বাত গ্যায়ি' মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।
Published By: Arani BhattacharyaPosted: 06:53 PM Dec 02, 2025Updated: 08:52 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো। তবে মাঝেমাঝে এই শোতে দু'জনের নানা মন্তব্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিককালে এই শোয়ে টুইঙ্কল ও কাজলের যে মন্তব্যকে ঘিরে সবথেকে বেশি বিতর্ক, তা হল 'রাত গ্যায়ি বাত গ্যায়ি'।

Advertisement

অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে 'স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোটখাট ভুল বলে সেসব এড়ানো যায়…,' স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেন টুইঙ্কল। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার ড্যামেজ কন্ট্রোলে মুখ খুললেন টুইঙ্কল। কী সাফাই অভিনেত্রীর? টুইঙ্কল বলেন, "এটা এমন কোনও গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।" টুইঙ্কলের সাফাইয়ের পর নেটভুবনে প্রশ্ন, বিতর্ক ধামাচাপা দিতেই কি পুরো বিষয়টাকে এখন ঠাট্টা বলে হালকা করে দেখাতে চাইছেন অভিনেত্রী?

বিতর্কের অবশ্য এখানেই শেষ নয়, আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন তোলা হয়, "মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ?" তাঁদের এই মন্তব্যে নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। আমজনতা থেকে বিনোদুনিয়ার বিশিষ্টরা এই মন্তব্যের বিরোধিতা করে বলেছিল 'ঠকানোর মানে ঠকানোই। তার আলাদা করে কোনও ব্যাখ্যা হয় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টুইঙ্কল বলেন, "এটা এমন কোনও গুরুতর বিষয়ই নয়।"
  • " এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম।"
  • টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো।
Advertisement