shono
Advertisement
Uorfi Javed

উধাও ফোলা ঠোঁট, স্বমহিমায় ফিরে কী বললেন উরফি?

ফোলা ঠোঁট নিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন উরফি।
Published By: Arani BhattacharyaPosted: 04:13 PM Jul 24, 2025Updated: 11:47 AM Jul 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক বা সাজ নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতেই ভালবাসেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ (Uorfi Javed)। বেশ কিছুদিন ধরেই ফের চর্চায় এসেছেন তিনি। কারণ, নিজের ঠোঁটে করা ফিলার্স সরিয়েছেন উরফি। আর তারপর থেকেই এক্কেবারে ঠোঁট ও মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। যদিও উরফি নিজের এই চেহারাও সকলের সামনে তুলে ধরতে পিছপা হননি। নেটিজেনরাও বেজায় হাসাহাসি করেছেন উরফিকে দেখে। অনেকেই মনে করেছেন উরফির মুখের এই গঠন হয়তো আর ঠিক হবে না। এবার এই ভুল ধারণা ভেঙে দিলেন উরফি নিজেই।

Advertisement

সম্প্রতি এমন ঘটনা ঘটার পর প্রথমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে জনসমক্ষে আসেন উরফি। সেখানেই দেখা যায় তাঁর ফোলা ঠোঁট-মুখ এক্কেবারে উধাও। আগের মতোই দেখতে লাগছে তাঁকে। নেই মুখে কোনও বিকৃতি। এই নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে উরফি বলেন, "সেরে উঠেছি বলেই তো বাইরে বেরোতে পেরেছি।"

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন উরফি (Uorfi Javed) সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছিল তাঁকে মুখে একের পর এক সূচ ফোটাতে। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তাঁকে দেখে অবাক হয়েছিলেন সকলেই। সবাই ভেবেছিলেন হঠাৎ কী হল তাঁর? উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানান, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পোশাক বা সাজ নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতেই ভালবাসেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ।
  • ফোলা ঠোঁট-মুখ এক্কেবারে উধাও। আগের মতোই দেখতে লাগছে তাঁকে। নেই মুখে কোনও বিকৃতি।
  • এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাবে উরফি বলেন, "সেরে উঠেছি বলেই তো বাইরে বেরোতে পেরেছি।"
Advertisement