shono
Advertisement
Dheeraj Kumar

প্রয়াত অভিনেতা-প্রযোজক ধীরজ কুমার, ভারতীয় বিনোদুনিয়ায় শোকের ছায়া

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
Published By: Arani BhattacharyaPosted: 02:56 PM Jul 15, 2025Updated: 03:15 PM Jul 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত স্বনামধন্য প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমনিয়ার মতো সমস্যায়। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। এদিন তাঁর পরিবারের তরফে এই মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়।

Advertisement

ভারতীয় বিনোদন জগতের একজন উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব। ১৯৬৫ সালে ভারতীয় বিনোদন জগতে তাঁর প্রবেশ। বিনোদন দুনিয়ায় হাতেখড়ির সময়ে একটি ট্যালেন্ট কনটেস্টে তিনি রীতিমতো প্রতিযোগিতায় ফেলেন সুভাষ ঘাই ও রাজেশ খান্নাকে। পরবর্তীকালে কাজ করেছেন ২১টি পাঞ্জাবী ছবিতে। টেলিভিশনে একাধিক প্রযোজনা করেছেন। তাঁর ক্রিয়েটিভ আই প্রযোজনা সংস্থার ব্যানারে নিয়ে এসেছেন জনপ্রিয় ধারাবাহিক। শুধু তাই নয় 'স্বামী', 'ক্যায়া কারু সজনী আয়ে না বলম' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন তাঁকে দেখা গিয়েছিল ওই অনুষ্ঠানে হাসিমুখেই। মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন। ওই অনুষ্ঠানে তাঁকে ভিভিাইপি সম্বোধন করায় বলেছিলেন, "আমি এখানে এসেছি একজন ভক্ত হিসাবে। একজন সাধারণ মানুষ হিসাবে। আমাকে যদিও ভিভিআইপি হিসাবে সম্বোধন করা হয়েছে এখানে কিন্তু আমি মনে করি আসল ভিভিআইপি হলেন স্বয়ং ভগবান।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় চলচ্চিত্র জগতে ফের ছন্দপতন। প্রয়াত স্বনামধন্য প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার।
  • মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
  • দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমনিয়ার মতো সমস্যায়।
Advertisement