shono
Advertisement
Vicky Kaushal

'ব্লকবাস্টার ২০২৫ সাল, আমার জীবনের...', সন্তানসুখ নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি কৌশল

কী বললেন অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 09:07 PM Dec 03, 2025Updated: 09:07 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ নভেম্বর মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেবদম্পতি। সদ্যোজাতকে নিয়েও অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। এবার 'বেবি কৌশল'কে নিয়ে প্রথমবার মুখ খুললেন বাবা ভিকি কৌশল।

Advertisement

২০২৫ সাল যে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেকথাই বললেন ভিকি কৌশল। বছরের প্রথমার্ধেই ব্লকবাস্টার 'ছাবা' সিনেমার সুবাদে বক্সঅফিসে রেকর্ড গড়েছেন অভিনেতা। আর পঁচিশের দ্বিতীয়ার্ধ তাঁর জীবনে বয়ে নিয়ে এসেছে সন্তানসুখ। ভিকি এপ্রসঙ্গে বলেন,"২০২৫ সালের সেরা মুহূর্ত আমার বাবা হওয়া। দারুণ ম্যাজিক্যাল অনুভূতি এটা। আমার সবসময়ে মতে হত, এই সময়টা যখন আমার জীবনে আসবে, তখন আমি হয়তো খুব আবেগপ্রবণ এবং উচ্ছ্বসিত হব। বাবা হওয়ার পর বলব, এটাই এখনও পর্যন্ত আমার জীবনের সেরা মুহূর্ত।" প্রসঙ্গত, বেবি কৌশলের জন্মছক দেখে সেলেব জ্যোতিষী আগেই ভবিষ্যদ্বাণী করেছেন যে, বড় হয়ে ভিকি-ক্যাটরিনার পুত্রসন্তানও তাঁদের মতোই বড় তারকা হবেন। কারণ রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা খুব জনপ্রিয় হন।

তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সদ্য মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে ভিকি-ক্যাটরিনার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে! স্বামী-স্ত্রীর বয়সের পাঁচ বছরের ফারাক। ক্যাটরিনা বর্তমানে ৪২ আর ভিকি কৌশলের বয়স ৩৭। মাঝে শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব বেড়েছিল! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন ভিকি-ক্যাটরিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭ নভেম্বর মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।
  • 'বেবি কৌশল'কে নিয়ে প্রথমবার মুখ খুললেন বাবা ভিকি কৌশল।
Advertisement