shono
Advertisement
Vicky Kaushal

'ছাবা'র শুটিংয়ের ফাঁকে কথাই হত না ভিকি কৌশল ও অক্ষয় খান্নার!

কেন কথা হত দুই অভিনেতার, ফাঁস করলেন ভিকি।
Published By: Biswadip DeyPosted: 08:48 PM Feb 04, 2025Updated: 08:48 PM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ বিনোদনপ্রেমীরা। অন্যদিকে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না তো আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন। ছবিতে তাঁদের সম্মুখ সমর কেমন হবে তা নিয়ে জল্পনা কম নেই। কিন্তু ছবির এমন গুরুত্বপূর্ণ দুই চরিত্রাভিনেতা ভিকি ও অক্ষয় নাকি শুটিংয়ের ফাঁকে কথাও বলতেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভিকি।

Advertisement

এক বিনোদন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''শিবাজিকে খুঁজে পেতে ঔরঙ্গজেবের ৯ বছর লেগেছিল। ছবিতে তাঁর সেই অনুসন্ধান দেখা গিয়েছিল। একসঙ্গে আমাদের কিছু মুহূর্তই রয়েছে। কিন্তু তার আগে গোটা ছবি জুড়ে রয়েছে দুজনের মোলাকাতের অপেক্ষা।''

একই সাক্ষাৎকারে পরিচালক লক্ষ্মণ বলেছেন, ''যেদিন ওঁদের দুজনের একসঙ্গে অভিনয়, সেদিনই তাঁদের মধ্যে কথা হয়েছিল প্রথমবারের জন্য। এবং সেটাও চরিত্র হিসেবেই।''
কিন্তু কেন শুটিংয়ের ফাঁকে তাঁদের কথা হত না? ভিকি বলছেন, ''ওই দৃশ্যটি আমরা যখন শুট করছিলাম, তখন আমরা কেউ কাউকে গুড মর্নিং বা গুড বাই পর্যন্ত বলিনি। উনি ঔরঙ্গজেব, আমি ছত্রপতি সম্ভজি মহারাজ। আমাদের মধ্যে ভিকি কৌশল বা অক্ষয় খান্না হিসেবে কোনও কথাই হয়নি।'' অর্থাৎ চরিত্র হিসেবে নিজেদের ভেবেই তাঁরা ব্যক্তিপরিচয়কে প্রাধান্য দেননি।

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছাবা’। ‘ছাবা’ ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। ইতিমধ্যেই অক্ষয় খান্নার লুকে শোরগোল পড়ে গিয়েছে। এই সিনেমার পরও একাধিক কাজ রয়েছে ভিকির হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ বিনোদনপ্রেমীরা। অন্যদিকে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না তো আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন।
  • ছবিতে তাঁদের সম্মুখ সমর কেমন হবে তা নিয়ে জল্পনা কম নেই।
  • কিন্তু ছবির এমন গুরুত্বপূর্ণ দুই চরিত্রাভিনেতা ভিকি ও অক্ষয় নাকি শুটিংয়ের ফাঁকে কথাও বলতেন না!
Advertisement