shono
Advertisement

Breaking News

Dhurandhar 2

'ধুরন্ধর ২'-এ রণবীরের সঙ্গে ভিকি! পরিচালকের প্রিয় অভিনেতার চরিত্র নিয়ে 'জোশ হাই' অনুরাগীদের

যদিও বি টাউনে ২০২৫ সালের এই ব্লকবাস্টার ছবি নিয়ে নানা জল্পনা শুরু হলেও এই নিয়ে স্পিকটি নট পরিচালক আদিত্য ধর।
Published By: Arani BhattacharyaPosted: 01:26 PM Jan 21, 2026Updated: 02:12 PM Jan 21, 2026

'ধুরন্ধর' আমেজে বুঁদ সিনেপ্রেমীরা। এই ছবি যে লম্বা রেসের ঘোড়া তার প্রমাণ দিয়েছে খোদ বক্স অফিসে। এমনকী এই ছবির হাত ধরেই দীর্ঘ ফ্লপের শাপমোচন ঘটিয়েছেন রণবীর সিং। একইসঙ্গে অক্ষয় খান্নাকেও এক্কেবারে ভিন্ন অবতারে পেয়েছেন দর্শক। এসবের মাঝেই শুরু হয়েছে 'ধুরন্ধর ২'র (Dhurandhar 2) অপেক্ষা। আর সেই অপেক্ষার মাঝেই বারবার শোনা গিয়েছে যে, 'ধুরন্ধর ২' তে নাকি দেখা যাবে রণবীরের সঙ্গে ভিকি কৌশলকে (Vicky Kaushal)। পরিচালকের প্রিয় অভিনেতাকে এই ছবিতে দেখতে পাওয়ার আনন্দে অনুরাগীদের মধ্যে যে 'জোশ হাই' তা বলাই বাহুল্য। এ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ঠিক কোন ভূমিকায় দেখা যেতে পারে ভিকিকে? 

Advertisement


ঠিকই ধরেছেন, 'ধুরন্ধর'র সিক্যুয়েলে ফের 'বিহান শেরগিল'র ভূমিকায় দেখা যাবে ভিকিকে। আর এবার সেই গুঞ্জন আরও জোরাল হচ্ছে। বলে রাখা ভালো, 'ধুরন্ধর' ছবিতে যে সময়কালকে তুলে ধরা হয়েছিল তাতে প্রথম থেকেই অনেকে অনুমান করেছিলেন যে, 'মেজর বিহান শেরগিল'কে দেখা যাবে এই ছবিতে। তবে তা 'ধুরন্ধর'এ না হলেও এবার 'ধুরন্ধর ২'তে হবে বলেও আশায় বুক বাঁধছেন সকলে। অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই সিক্যুয়েলের হাত ধরেই পর্দায় ফের 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'কে ফুটিয়ে তুলবেন পরিচালক। এবং একইসঙ্গে ভিকিকে দেখা যাবে পর্দায় ফের 'মেজর বিহান শেরগিল'র ভূমিকায়। সূত্রের খবর, 'ধুরন্ধর ২'তে এই ভূমিকায় ফের ভিকিকে দেখা গেলেও তিনি নাকি  থাকবেন ক্যামিও চরিত্রে। অন্যদিকে সিক্যুয়েলে নাকি কমানো হবে অক্ষয়ের চরিত্রের পরিসরও। যদিও বি টাউনে ২০২৫ সালের এই ব্লকবাস্টার ছবি নিয়ে নানা জল্পনা শুরু হলেও এই নিয়ে স্পিকটি নট পরিচালক আদিত্য ধর। আগামী ছবি নিয়ে সমস্ত অপেক্ষা সকলের মনে জিইয়ে রেখেছেন তিনি। কোনওরকম বাক্যব্যয় করেননি তিনি ও ছবির টিম।

উল্লেখ্য, পরিচালক আদিত্য ধরের পছন্দের অভিনেতাদের তালিকায় রয়েছেন ভিকি কৌশল। এমনকী এই চরিত্রের নামেই ছেলের নামকরণ করেছেন অভিনেতা। নাম রেখেছেন 'বিহান কৌশল'। সেই নামকরণের পর 'উরি'র স্মৃতি উসকেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলএন পরিচালক আদিত্য ধর। পরিচালকের 'ধুরন্ধর ২- দ্য রিভেঞ্জ' ছবিতে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবনকে দেখ যাবে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নাকি প্রকাশ্যে আসবে এই সিক্যুয়েলের টিজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement