সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গুনে, পছন্দসই ছবিই তিনি করেন বরাবর। থাকেন না কোনও গসিপে। তবে হাতে গুনে কাজ করলেও তিনি বরাবর আসেন, দেখেন আর জয় করে চলে যান। কথা হচ্ছে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের। অভিনয় হোক বা অ্যাকশন হিরো, সবেতেই তিনি আগুন ধরাতে ওস্তাদ। শুক্রবার আরও খানিক চমক দিলেন অনুরাগীদের নিজের আগামী ছবির খবর জানিয়ে।
শুক্রবার নিজের সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানেই তিনি জানান তাঁর হলিউডে অভিষেকের কথা। এক্কেবারে ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে এবার তাকে পর্দায় আবিষ্কার করবেন দর্শক। এবার হলিউডের 'স্ট্রিট ফাইটার' ছবিতে দেখা যাবে অভিনেতাকে। শুধু তাই নয়, এই ছবির হাত ধরেই হলিউডে অভিষেক ঘটেছে তাঁর। এদিন ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর তা ভাগ করে নেন বিদ্যুৎ। একইসঙ্গে ছবিতে নিজের লুক সকলের সঙ্গে ভাগ করে নিয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে বিদ্যুৎকে নেড়া মাথায়, পরেছেন কানে দুল, মুখে এক অসম্ভব বুদ্ধিমত্তার ছাপ। তাঁর এই লুক দেখে বোঝা দায় বিদ্যুৎ এই ছবিতে তিনি সন্ন্যাসী নাকি যোদ্ধা। এই ছবিতে 'ধালসিম'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এই 'ধালসিম' হলেন ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ 'স্ট্রিট ফাইটার'-এর একটি বিখ্যাত চরিত্র। যিনি 'ভারতের যোগী' হিসেবে পরিচিত। যাঁরা এই চরিত্রের সঙ্গে পরিচিত, তাঁরা ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন হলিউডের পর্দায় বিদ্যুতের তড়িৎপ্রমাণ অ্যাকশনের মারপ্যাঁচ দেখার জন্য। তবে যাঁদের কাছে 'ধালসিম'-এর কীর্তি এখনও অজানা, সেসমস্ত দর্শকের জন্যেও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।
বিদ্যুতের এই লুকে তাকে দেখা যাচ্ছে মার্শাল আর্টের ভঙ্গিমায়। তাঁর ভিন্ন সাজসজ্জাও বেশ নজর কেড়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে 'ক্র্যাক' ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও ছিলেন বিদ্যুৎ। তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। যদিও কোটি কোটি টাকার সেই ক্ষতি কয়েকমাসেই সামলে উঠেছিলেন তিনি। আর তারপর অভিনেতার এমন প্রত্যাবর্তনে রীতিমতো মুগ্ধ সকলে। ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাবে 'স্ট্রিট ফাইটার'। আপাতত চড়ছে অপেক্ষার পারদ।
