সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডার বিয়ের গুঞ্জন সর্বত্র। বিয়ের খবরে সিলমোহর না দিলেও বিষয়টি যে মিথ্যা এমনও বলেননি তাঁরা। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় 'গার্ল গ্যাং' নিয়ে ঘুরে এসেছেন রশ্মিকা। আগামী ২৬ ফেব্রুয়ারিই নাকি স্থির হয়েছে বিজয়ের সঙ্গে তাঁর বিয়ের দিনক্ষণ। তাই ওই ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন সেটি ছিল রশ্মিকার ব্যাচলরেট। সেই ট্যুর শেষ হতে না হতেই ফের আরও এক গুঞ্জন যে, বিজয়ের সঙ্গে নাকি বিয়ের আগে 'প্রি-হানিমুন' সারতে বিদেশে গিয়েছেন রশ্মিকা। আর সেই গন্তব্য হল রোম। তবে এই নিয়ে কোনওরকম মুখ খোলেননি রশ্মিকা। তবে কয়েকদিন আগে তিনি রোমের বুকে তোলা একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন বিজয়ও।
কিন্তু না বললেই তো আর সবটা এড়ানো যায় না। ভক্তদের কৌতূহল তো আর পিছু ছাড়তে চায় না। নতুন বছরে দর্শক-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন বিজয়। আর সেই ছবিতেই নেটিজেনরা খুঁজে বের করলেন রশ্মিকাকে। তবে দু'জনের সেই পোস্ট থেকে যেটুকু বোঝা যাচ্ছে শুধু তাঁরা দু'জনেই নন, বন্ধুদের সঙ্গে নিয়েই বেড়াতে গিয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রোমে ছুটি কাটানোর যে ছবি পোস্ট করেছেন সেখানেই দেখা যাচ্ছে বিজয়কে দু'টো হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছেন কেউ। আর তা দেখে সকলেই বুঝতে পারছেন যে তা আর কেউ নন বরং রশ্মিকা। বলে রাখা ভালো, নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে বিজয় লিখেছেন, 'নতুন বছরের শুভেচ্ছা। আমরা একসঙ্গে আগামী দিনে আরও অনেকটা পথ চলব। একসঙ্গে বড় হব, ভালোবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। অনেকটা ভালোবাসা।'
সিনেদুনিয়ায় গুঞ্জন, আগামী ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয় বিয়ের আসরে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা। গোপনে যে তাঁরা বাগদানও সেরে ফেলেছেন, সেখবরে সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সিলমোহর বসিয়েছে। জানা গিয়েছে, ২০২৬ সালের ২৬ ফ্রেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন তাঁরা। ভেন্যু উদয়পুরের এক রাজপ্রাসাদ। তার প্রাক্কালেই হবু স্বামী-স্ত্রীর ‘আদুরে’ ভিডিওয় শোরগোল নেটভুবনে। যদিও বছরশেষে কোথায় ছুটি কাটাতে গিয়েছেন হবু দম্পতি, একসঙ্গেই যে সেই ট্যুর সারছেন তাঁরা তার আভাস পাওয়া যাচ্ছে তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই।
