সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষাট বছর বয়সে নতুন করে প্রেমে পড়েছেন আমির খান। সদ্য নিজের জন্মদিনের পার্টিতে লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে শতহস্ত দূরে থাকা লাস্যময়ী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট বর্তমানে 'টক অফ দ্য টাউন'। বিশেষ করে নামের জেরেই বর্তমানে চর্চার শিরোনামে বেঙ্গালুরুর পাঁচতারা স্যাঁলোর মালকিন। এক সন্তানের মা তিনি। মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সহবাসের কথা। আমিরের (Aamir Khan) প্রেমের খবরে যখন সরগরম বলিপাড়া, ইতি-উতি 'প্রৌঢ়' সুপারস্টারকে নিয়ে চটুল খবর রটছে, সেই আবহেই নিজের 'গুলাম' অভিনেতার হয়ে সুর চড়ালেন বিক্রম ভাট (Vikram Bhatt)।

প্রেমের খবর প্রকাশ্যে আসতেই নিন্দুকদের একাংশ, আমিরের রসবোধ এবং যৌনতা নিয়ে কুৎসা রটানো শুরু করেছে। সেই প্রেক্ষিতেই 'মিস্টার পারফেকশনিস্ট'-এর হয়ে মাঠে নেমেছেন পরিচালক বিক্রম ভাট। তাঁর কথায়, "বয়স তো সংখ্যামাত্র। আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তাহলে ষাটে এসে আমির খানের সঙ্গী খুঁজে পেতে দোষ কোথায়? সুখ-স্বচ্ছন্দ্যে থাকার তো আর কোনও বয়স হয় না। বয়স বাড়লে সম্পর্কে যৌনসুখ নিয়ে আর ভাবনাচিন্তা থাকে না। তখন গুরুত্ব পায় কারও সাহচর্য। এবং কেউই এইবয়সে নিঃসঙ্গ হতে চায় না। এই বয়সে প্রয়োজন এমন একজন সঙ্গীর যে তোমার হাত ধরে থাকবে, তোমাকে বুঝবে এবং কঠিন সময়ে তোমার পাশে থাকবে।" এরপরই বিক্রম ভাটের সংযোজন, "আমি তো আমিরের জন্য দারুণ খুশি। ওঁর জন্য শুভেচ্ছা রইল। এত ভালো একজন মানুষ ও, ওঁর আদতেই সঙ্গীসুখ প্রাপ্য।"
মার্চের ১৩ তারিখ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোশিকারিদের মুখোমুখি হয়ে ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে লাজে রাঙা হয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে আমিরের পরিবারের সকলে, এমনকী প্রাক্তন দুই স্ত্রীও গৌরীকে মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। সেই ছবি ধরাও পড়েছে প্রাক্তন ক্রিকেটার ইরফান খানের জন্মদিনের পার্টিতে। আমিরের প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে দেখা গিয়েছিল নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকেও।