সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশন থেকে বড়পর্দা সর্বত্রই অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। ব্যক্তিগত জীবনেও একজন সফল মানুষ। স্ত্রী-সন্তান নিয়ে কাজের বাইরের সময়টা কেটে যায় তাঁর। ২০২৪ সালে বাবা হয়েছেন বিক্রান্ত। কোলে এসেছে পুত্রসন্তান বরদান। স্ত্রী শীতলের সঙ্গে একরত্তিকে নিয়েই সংসার। এবার সেই খুদের জন্মের সময়ের অভিজ্ঞতাই ভাগ করে নিলেন বিক্রান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে। জানালেন সন্তান প্রসবকালীন সময়ে ঠিক কী কী পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর স্ত্রী। আর তা কীভাবে পালটে ফেলেছে বিক্রান্তের জীবন।
বিক্রান্ত বলেন, "এ কথা স্বীকার করছি যে, একজন সন্তান বেড়ে ওঠায় তার বাবার ভূমিকা থাকে বিরাট। কিন্তু তার মায়ের ভূমিকা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। একজন সন্তান বেড়ে ওঠায় বাবার থেক বড় দায়িত্ব পালন করেন একজন মা। আর আমার এই অনুভূতি হয়েছে আমার স্ত্রী শীতলকে ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে দেখে। আমি শীতলকে দশ বছর ধরে চিনি। তবে ওকে ওর গর্ভাবস্থায় দেখে আমার ওর প্রতি ভালোবাসা আরও গভীর হয়। একজন মাকে দেখার ধারণা পালটে যায়। ওর চেহারা পালটে গিয়ে ওর স্ফীতোদর, ওর প্রসব যন্ত্রণা, পরিবর্তন আসা চেহারা সব কিছু আমাকে একজন মার প্রতি আমার দৃষ্টিভঙ্গি পালটে দেয়। আমাদের সন্তান বরদান জন্ম নেয়। শীতলই ওরা নাম রেখেছে বরদান।"
বিক্রান্ত আরও বলেন, "শীতল আমার জীবনে আশীর্বাদ। ওর মতো সঙ্গী পেয়েছিলাম বলেই আমার জীবনের অনেক অভিযোগ ঘুচে গিয়েছে। কখনও কমিটমেন্ট ফোবিয়া আসেনি। এর কৃতিত্ব এক এবং একমাত্র শীতলের।" উল্লেখ্য, টেলিভিশনের পর্দায় অভিনয়ের জার্নি শুরু করেছিলেন বিক্রান্ত। এরপর বড়পর্দাতেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি অভিনয় জীবনের সব থেকে বড় প্রাপ্তি, বড় সম্মান পেয়েছেন অভিনেতা। পেয়েছেন জাতীয় পুরস্কার। অন্যদিকে ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে'র মরশুমে গাঁটছড়া বাঁধেন শীতল ও বিক্রান্ত।
