shono
Advertisement
Yash Dasgupta

নববর্ষে নুসরত-যশের 'আড়ি'! মাকে নিয়ে আবেগঘন পোস্টে কোন চমক দিলেন অভিনেতা?

আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে যশ -নুসরতের 'আড়ি'।
Published By: Manasi NathPosted: 02:09 PM Apr 07, 2025Updated: 03:38 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গতবছর লক্ষ্মীপুজোর দিন বড় চমক দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় রিয়েল লাইফ তারকা জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। বাংলা নববর্ষে তাঁদের নতুন ছবি 'আড়ি' নিয়ে পর্দায় ফিরছেন এই তারকা জুটি। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এই ছবির হাত ধরে ১২ বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে মৌসুমী চট্টোপাধ্যায়ের। মুক্তির আগে ছবির জন্য জোরকদমে প্রচার শুরু করেছেন যশ-নুসরত জুটি। প্রচারে এবার নয়া চমক দিলেন ছবির নায়ক যশ।

Advertisement

৮ মার্চ নিজের সোশাল মিডিয়া পেজে ছবির প্রথম ঝলক প্রকাশ করেন যশ। 'আড়ি'তে মৌসুমী ও যশকে মা-ছেলের ভূমিকায় দেখা যাবে। প্রথম ঝলকে মা-ছেলের মিষ্টি রসায়ন ধরা পড়েছিল। আর এবার আরও এক ধাপ এগিয়ে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করলেন অভিনেতা। বিভিন্ন ভাষায় 'মা' লেখা একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন ভিডিওতে কোন কোন ভাষায় শব্দটি লেখা রয়েছে। সঠিক উত্তরদাতারা পাবেন যশ-নুসরতের সঙ্গে 'আড়ি' দেখার সুযোগ।

 

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া ছবির টাইটেল ট্র্যাক অনলাইনে মুক্তি পেয়েছে। গানটি নেটিজেনরা পছন্দও করেছেন। গানে যশ ও নুসরতকে রোম্যান্টিক মুডে দেখে দর্শক খুশি। তবে অনেকেই মনে করছেন এই ছবির সবচেয়ে বড় চমক মৌসুমী চট্টোপাধ্যায়। অপর্ণা সেনের 'গয়নার বাক্স' (২০১৩) ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ সময় পরে এবার ফের বাংলা ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী। জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবি যশ-নুসরতের নিজস্ব প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা নববর্ষে তাঁদের নতুন ছবি 'আড়ি' নিয়ে পর্দায় ফিরছেন এই তারকা জুটি।
  • এই ছবির হাত ধরে ১২ বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে মৌসুমী চট্টোপাধ্যায়ের।
  • প্রচারে এবার নয়া চমক দিলেন ছবির নায়ক যশ।
Advertisement