shono
Advertisement
Sunny Leone

পোশাকে ঝুলছে সারি সারি কন্ডোম! র‍্যাম্পে কেন এমন চমক সানি লিওনের?

মানুষের মধ্যে কী বার্তা পৌঁছলেন সানি?
Published By: Arani BhattacharyaPosted: 10:17 AM Dec 03, 2025Updated: 02:02 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙের মিনি ওভার স্কার্ট পরে র‍্যাম্পে প্রবেশ সানি লিওনের। মার্জার সরণি দিয়ে এগিয়ে আসতে আসতে সরিয়ে ফেললেন ওভারস্কার্টটি। পুরোপুরি ক্রিস্টাল দিয়ে বানানো রুপোলি পোশাকে ধরা দিলেন লাস্যময়ী অভিনেত্রী। আর সেখানেই টুইস্ট। স্কার্টে ঝুলছে সারি সারি কন্ডোমের প্যাকেট। সানির এমন পোশাকে রীতিমতো চমকে যাওয়ার জোগাড় দর্শকদের। কিন্তু কেন কন্ডোমকে পোশাকের সঙ্গী বানালেন তিনি? নেহাতই পাবলিসিটি স্টান্ট? নাকি কারণ অন্য! আসল কারণটি জানলে অবশ্য অভিনেত্রীকে কুর্নিশ জানাবেন আপনিও!

Advertisement

আসলে ফ্যাশন আর সচেতনতাকে একসুতোয় বেঁধে দিয়েছেন বলিউড মডেল-অভিনেত্রী। আর তার জন্য বেছে নিয়েছিলেন ১ ডিসেম্বর দিনটিকে। বিশ্ব এইডস দিবসে দর্শক-অনুরাগী থেকে আমজনতা, সকলকে দিলেন সচেতনতার বার্তা। এইচআইভি ও এইডসের মতো রোগের বিরুদ্ধে কন্ডোম ব্যবহারের গুরুত্ব ফ্যাশনের মাধ্যমেই বোঝালেন সানি। বার্তা দিলেন, জাঁকজমক আর আধুনিকতার জোয়ারে ভেসে সুরক্ষার কথা ভুললে হবে না। বরাবরই র‍্যাম্পে পা রেখে আগুন ধরান সানি। তাঁর পোশাক আর চেহারায় মাত দেন দর্শকদের। তবে এবার অন্যভাবে নজর কাড়লেন তিনি। সানির শো-এর ভিডিও নেটদুনিয়ায় বাহবাও কুড়িয়েছে।     

 

সানির এদিনের পোশাক ডিজাইনার অ্যাশলে রেবেলো এই বিশেষ পোশাক সম্বন্ধে বলেন, "সানির এই পোশাক এই অনুষ্ঠানে বেছে নেওয়ার একটাই কারণ, ফ্যাশন ও সুরক্ষা, সচেতনতাকে এক সুতোয় বাঁধা।" ইতিমধ্যেই সানির এই লুকের ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও এই ভাবনার প্রশংসা করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙে মিনি ওভার স্কার্ট পরে র‍্যাম্পে আসেন সানি।
  • আর তারপর সেই ওভারস্কার্ট সরিয়ে দিয়ে পুরোপুরি ক্রিস্টাল দিয়ে বানানো পোশাকেই ধরা দেন সকলের সামনে।
  • আর সেই মুহূর্তটি শুধুমাত্র ফ্যাশনের সঙ্গে জুড়ে ছিল এমন নয় বরং সেটাই ছিল মূল অনুষ্ঠানের আকর্ষণ।
Advertisement