shono
Advertisement
Jennifer Lopez-Vikrant Massey

বিক্রান্তের হলিউড কানেকশন! জেনিফারের সঙ্গে জুটি বেঁধে কোন চমক দেবেন অভিনেতা?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে। এবার এই তথ্য যেন সিনেপ্রেমী তো বটেই একইসঙ্গে বিক্রান্ত অনুরাগীদের মনে আলাদা খুশির আমেজ বয়ে এনেছে।
Published By: Arani BhattacharyaPosted: 09:53 PM Jan 23, 2026Updated: 09:53 PM Jan 23, 2026

২০২৫ সালে পেয়েছিলেন 'টুয়েলভথ ফেল' ছবির জন্য জাতীয় পুরস্কার। একটু একটু করে অভিনেতা বিক্রান্ত মাসের অভিনয়ের দিক থেকে ভাগ্যের চাকা যেন ঘুরছে। এবারও তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। কারণ এবার বলিউডের গণ্ডি পেরিয়ে বিক্রান্তের হলিউড কানেকশন তৈরির অপেক্ষায় রয়েছেন সকলে। এবার জেনিফার লোপেজের সঙ্গে জুটি বেঁধে নতুন চমক দেবেন তিনি দর্শককে। আর তাঁর আগামী ছবিতেই এই অসামান্য প্রাপ্তি ঘটতে চলেছে বলেই খবর।

Advertisement

বিক্রান্তের আগামী থ্রিলার ঘরানার ছবি 'হোয়াইট'-এ এবার একটি বিশেষ গান গাইবেন জেনিফার লোপেজ। আর তা বাস্তবায়িত হলে যে বিক্রান্তের ছবিতে এক অন্য মাত্রা যোগ হবে সে কথা বলাই বাহুল্য। শুধু তাই নয়, একইসঙ্গে সঙ্গে বিক্রান্তের কেরিয়ারে এই আন্তর্জাতিক মানের ছবি এক মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য।

শোনা যাচ্ছে, জেনিফারের গলায় এই ছবির একটি বিশেষ গান শোনা যাবে বলেই খবর। যা মূলত 'হোয়াইট'-এর 'অ্যান্থেম' হতে চলেছে বলেই গুঞ্জন। এই গান নাকি বাঁধা হবে ইংরেজি ও স্প্যানিশ ভাষায়। উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে। এবার এই তথ্য যেন সিনেপ্রেমী তো বটেই একইসঙ্গে বিক্রান্ত অনুরাগীদের মনে আলাদা খুশির আমেজ বয়ে এনেছে। অন্যদিকে জেনিফারের ভারতীয় ভক্তরাও এই খবরে বেজায় খুশি। তবে এখনও এই খবরে সিলমোহর দেননি নির্মাতারা। এখনও সবটাই নাকি রয়েছে আলোচনার পর্যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরের থ্রিলার ঘরানার ছবি 'হোয়াইট'-এর শুটিং শুরু হয়েছে অনেকদিন আগেই। ছবির অধিকাংশ শুতিঙ্গই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই থ্রিলার ঘরানার ছবি মূলত হতে চলেছে স্প্যানিশ ও ইংরেজি ভাষায়। তবে এই ছবি আরও একুশটি ভাষায় ডাবিংয়ের চিন্তাভাবনাও মাকি নির্মাতাদের তরফে করা হচ্ছে বলেই খবর। ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকায় এই ছবির ৯০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement