shono
Advertisement
Shah Rukh Khan

মধুর ভাণ্ডারকরের ছবিতে পুলিশ অবতারে শাহরুখ! ফাঁস করলেন পরিচালক

'ইন্সপেক্টর গালিব' চরিত্রটির জন্য মধুরের পছন্দ শাহরুখকে।
Published By: Sulaya SinghaPosted: 02:20 PM Jan 14, 2025Updated: 02:20 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বলিউডের কিং। আর অন্যজনের ছবি বক্সঅফিসে বাজিমাতের পাশাপাশি প্রশংসা কুড়িয়ে নেয় বিশ্লেষকদেরও। এই দুই মহারথী হাত মেলালে যে বলিউডে আলোড়ন পড়ে যাবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। প্রথম জন শাহরুখ খান এবং দ্বিতীয় জন হলেন মধুর ভাণ্ডারকর। বি-টাউনের প্রখ্যাত পরিচালক নাকি কিং খানকে পুলিশের অবতারে তুলে ধরতে চান বড়পর্দায়! খবরের সত্যটা ঠিক কতখানি? এবার ফাঁস করলেন খোদ পরিচালক।

Advertisement

বছর কয়েক আগে শোনা গিয়েছিল, 'ইন্সপেক্টর গালিব' চরিত্রটির জন্য মধুরের পছন্দ ছিল শাহরুখকে। কিন্তু এখনও পর্যন্ত দিনের আলো দেখেনি সেই ছবি। অদূর ভবিষ্যতে কি এই ছবির বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে? একটি সর্বভারতীয় বিনোদন সংবাদ পোর্টালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মধুর খোলসে করেছেন পুরো বিষয়টা। তিনি বলেন, "হ্যাঁ, ওই ছবিটা আছে হাতে। চিত্রনাট্যটা দারুণ ছিল। ছবিটা বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশ নিয়ে ছিল বিষয়বস্তু। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮-তে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা অতিমারী হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।"

তাহলে কি আর কখনওই 'ইন্সপেক্টর গালিব' রূপে দেখা যাবে না বডিউড বাদশাকে? সম্পূর্ণ নিরাশ কিন্তু করেননি মধুর। বলছেন, "কোনও একদিন নিশ্চিতভাবেই ছবিটা করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।" আপাতত দুটি চিত্রনাট্য়ের কাজ চলছে পরিচালকের। একটি মুম্বইয়ের অন্ধকার দিকটা নিয়ে এবং অন্যটি বলিউডের বধূদের নিয়ে। যদিও দুই সিনেমার কলাকুশলীদের নাম ফাঁস করেননি তিনি। তবে আপাতত যে 'জওয়ানে'র সঙ্গে জুটি বাঁধার যে কোনও সম্ভাবনা নেই, সেটা পরিচালকের কথায় একেবারেই স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একজন বলিউডের কিং। আর অন্যজনের ছবি বক্সঅফিসে বাজিমাতের পাশাপাশি প্রশংসা কুড়িয়ে নেয় বিশ্লেষকদেরও।
  • এই দুই মহারথী হাত মেলালে যে বলিউডে আলোড়ন পড়ে যাবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।
  • প্রথম জন শাহরুখ খান এবং দ্বিতীয় জন হলেন মধুর ভাণ্ডারকর।
Advertisement