সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাঁকজমকে ভরা গ্র্যামির মঞ্চ ভুলেই গেল জাকির হুসেনকে! একবারও উস্তাদের কথা উল্লেখই করা হল না। সাধারণত গ্র্যামির শুরুতেই প্রয়াত শিল্পীদের উদ্দেশে নীরবতা পালন করা হয়। ওই 'মেমোরিয়াম সেগমেন্টে' 'উস্তাদে'র নাম না ওঠায় বিরক্ত ভারতীয়রা। অনেকেই বলছেন, 'লজ্জাজনক'।
এই ঘটনায় X হ্যান্ডেলে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ লিখেছেন, "বড় ভুল।" আবার কেউ লিখছেন, "লজ্জাজনক।" আবার কারও কারও প্রশ্ন, "এত বড় ভুল হল কীভাবে?" তবে এই প্রথমবার নয়।
এর আগে লতা মঙ্গেশকরকেও ভুলে গিয়েছিল গ্র্যামির মঞ্চ। এদিন 'মেমোরিয়াম সেগমেন্টে' লিয়াম পাইন, ক্রিস ক্রিস্টোফারসন, সিসি হিউস্টন, টিটো জ্যাকসন, জো চেম্বার্স, জ্যাক জোন্স, মেরি মার্টিন, সেজি ওজাওয়া, এলা জেনকিন্স, মারিয়ান ফেইথফুলের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বছরের মাঝ ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হন উস্তাদ। হৃদযন্ত্রের সমস্যায় শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ৭৩ বছর বয়সে প্রয়াত হন। মাত্র তিন বছর বয়স থেকে তবলাবাদক হিসেবে সফর শুরু করেন জাকির হুসেন। মাত্র সাত বছর বয়সেই মঞ্চে একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ডও রয়েছে তাঁর। ভূষিত হয়েছেন পদ্ম সম্মানেও। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটিই রয়েছে উস্তাদের ঝুলিতে। প্রসঙ্গত, চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে ‘শক্তি’ ব্যান্ডের গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কার পেয়েছে। সংশ্লিষ্ট ব্যান্ডের মুখ্য কণ্ঠশিল্পী শংকর মহাদেবন। এবং তবলাবাদক জাকির হুসেন। তাঁদের হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে।
