সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল যে, ডিসেম্বর মাসে জুবিন গর্গ (Zubeen Garg) মৃত্যু মামলার চার্জশিট জমা দেবে অসম সরকার গঠিত 'সিট'। সেইমতো শুক্রবার নির্ধারিত সময়ে জমা পড়ল আড়াই হাজার পাতার চার্জশিট। যেখানে চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মোহন্ত- এই চার অভিযুক্তই জুবিন ঘনিষ্ঠ ছিলেন।
সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য গত সেপ্টেম্বর মাসে 'সিট' গঠন করে অসম সরকার। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তকারীদের। সেইমতোই বিগত তিন মাস ধরে প্রায় ৩০০ জনকে জেরা করেছেন সিট আধিকারিকরা। এমনকী তদন্তকারীদের একটি টিম সিঙ্গাপুরে গিয়ে তথ্য-প্রমাণাদি সংগ্রহ করেছেন বলেও জানা গিয়েছে। সেই রিপোর্টই শুক্রবার আড়াই হাজার পাতার চার্জশিটে তুলে ধরেছে 'সিট'। খবর, জুবিন গর্গের তুতোভাই তথা অসমের প্রাক্তন পুলিশ অফিসার সন্দীপন গর্গের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়ার পরই জুবিনের সমাধিস্থলে ফুল, মোমবাতি হাতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেখানেই সংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন গায়কপত্নী গরিমা সাইকিয়া। 'সিট'-এর আড়াই হাজার পাতার চার্জশিট প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো ভাবতেই পারছি না, জুবিনের মতো মানুষকেও কেউ নিজের স্বার্থে খুন করতে পারে! গোটা জীবন যে মানুষটা অন্যের জন্য বিলিয়ে দিল। নিজের সময়-অর্থ, মন সবটাই তো চিরকাল বিলিয়ে গিয়েছে ও।" গরিমার সংযোজন, "গত তিন মাস ধরে 'সিট' প্রচুর পরিশ্রম করেছে। যার ফলাফল মানুষের প্রত্যাশার সঙ্গে মিলে গিয়েছে। এখন সবকিছু বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে। দোষী সাব্যস্তদের কঠোরতম শাস্তি পেতে হবে।"
এর আগে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, “১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যমৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করব না। ডিসেম্বর মাসের ১৭ তারিখ জুবিন গর্গের ‘খুনে’র চার্জশিট জমা দিতে হবে। যদিও আমি ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছি। আমরা সব দিক থেকে প্রস্তুত। বিদেশে কোনও ঘটনা ঘটলে চার্জশিট দাখিলের আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টি জানিয়েছি ইতিমধ্যে, যাতে উনি দ্রুত অনুমোদন দিতে পারেন। সিট-এর তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি গিয়েছে। অনুমোদন পেলে, ডিসেম্বরের মাঝামাঝি চার্জশিট দাখিল করব।”
প্রসঙ্গত, জুবিন মৃত্যুতে মোট পাঁচজন অভিযুক্ত কাঠগড়ায়। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। অক্টোবর মাসের ৩ তারিখ প্রেপ্তার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্তকে। এছাড়াও জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর তুতো ভাইকে। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
