সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিউরিটি তল্লাশির নামে হুইলচেয়ারে বসে থাকা ৮০ বছরের এক বৃদ্ধাকে সম্পূর্ণ নগ্ন হতে বাধ্য করার অভিযোগ উঠল গুয়াহাটি (Guwahati) বিমানবন্দরে (Guwahati airport)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয় গড়িয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পর্যন্ত। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জানিয়েছেন, তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সিআইএসএফ কর্মীকে।
ঠিক কী হয়েছিল? মালো কিকন নামে ওই বৃদ্ধার মেয়ে ডলি কিকন টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ঘটনার উল্লেখ করে। তিনি লিখেছিলেন, ”আমার ৮০ বছরের বৃদ্ধা শারীরিক ভাবে অশক্ত মা’কে সিআইএসএফ নিরাপত্তা তল্লাশির সময় গুয়াহাটি বিমানবন্দরে নগ্ন হতে বাধ্য করা হয়। নিরাপত্তা কর্মী ‘প্রমাণ’ চেয়েছিলেন তাঁর টাইটেনিয়াম হিপ ইমপ্ল্যান্টের। এবং সেই কারণে জোর করে তাঁকে নগ্ন করা হয়।” আরেকটি পোস্টে তিনি লেখেন, ”অসহ্য! আমার ৮০ বছরের অশক্ত মা’কে জোর করে তাঁর অন্তর্বাস খুলতে এবং নগ্ন হতে বাধ্য করা হয়েছে।”
[আরও পড়ুন: ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম! চারদিনে তৃতীয়বারের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার]
তাঁর এমনই একের পর এক পোস্ট ঘিরে বিতর্ক চরমে ওঠে। জানা গিয়েছে, ১৫ বছর আগে ওই বৃদ্ধার হিপ ইমপ্ল্যান্ট করা হয়। অভিযোগ, এই কয়েক বছরে বিমানে যাতায়াত করার সময় তাঁকে কোনও রকম হয়রানির মুখে পড়তে হয়নি। তাহলে কেন এইদিন এমন ভাবে অস্বস্তিতে ফেলা হল? এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে।
গত বছর বর্ষীয়ান নর্তকী সুধা চন্দ্রনও এই ধরনের অভিযোগ করেছিলেন। তবে তা ঘটেছিল মুম্বই বিমানবন্দরে। তাঁর অভিযোগ ছিল, তাঁকে এক সিআইএসএফ কর্মী কৃত্রিম পা’টি খুলে রাখতে বলেছিলেন। পরে ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন সুধা।