shono
Advertisement

পুজোয় সঠিক অঙ্কের বোনাসের দাবিতে অনড় সিটু, সেইলের সঙ্গে আলোচনায় ‘না’

দেশের বিভিন্ন প্রান্তে সেইলের ইউনিটে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত। The post পুজোয় সঠিক অঙ্কের বোনাসের দাবিতে অনড় সিটু, সেইলের সঙ্গে আলোচনায় ‘না’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 PM Sep 21, 2019Updated: 11:54 AM Dec 16, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পুজোর বোনাস সঠিক সময়ে এবং ন্যায্য টাকা দেওয়ার দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেন বামপন্থী সংগঠনের শ্রমিকরা। শুধু দুর্গাপুরেই নয়, শুক্রবার দেশের সেইলের বিভিন্ন ইউনিটেই একই দাবিতে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিন সিটুর এই কর্মসূচি পালন ঘিরে কিছুটা উত্তপ্ত হয় পরিবেশ। তবে শেষমেশ শান্তিপূর্ণভাবেই মিটেছে কর্মসূচি।

Advertisement

[আরও পড়ুন: NRC-র নথিতে একাধিক ভুল, দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত যুবক]

শ্রমিক সংগঠন সূত্রে আরও জানা গেছে, বোনাস ইস্যুতে আগামী ৪ অক্টোবর দিল্লিতে সেইলের সদর দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছে। সিটু সেই বৈঠকে অংশ নেবে না বলেই জানা গেছে। গত বছর দুর্গাপুর ইস্পাত কারখানায় ১৩ হাজার টাকা করে বেনাস দেওয়া হয়েছিল ঠিক দুর্গাপুজোর মুখেই।তবে ২০১৮ সালে সেইল বেশ কিছুটা লোকসানের মুখে পড়েছিল। এবার সেইল লাভের মুখ দেখায় বোনাস বৃদ্ধির দাবি করা হয়েছে সিটুর পক্ষ থেকে। ডিএসপি-র তরফে সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন,“এই রাজ্যের মূল উৎসবকে সামনে রেখেই বোনাস দেওয়া উচিত। এবং তা উৎসবের আগেই। প্রতি বছরই বোনাস দেওয়া নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করে। এবারে ঠিক বাংলায় উৎসব শুরুর মুহূর্তে বোনাস নিয়ে বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। পুজোর আগে শ্রমিকদের বোনাস না দিলে তারা পরিবার নিয়ে উৎসবে শামিল হতে সমস্যায় পড়বেন। আমরা কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছি।”
প্রতি বছরই রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলের বোনাস নিয়ে এই রাজ্যে থাকা ইউনিটগুলির শ্রমিকদের মধ্যে বিবাদ বাধে। সেইলের সমস্ত ইউনিটগুলিতে দেওয়ালির আগে উৎসবের বোনাস দেওয়া হয়। কিন্তু এই রাজ্যে দেওয়ালির থেকেও বড় উৎসব দুর্গাপুজো। তাই পুজোর আগে বোনাসের দাবি থাকে শ্রমিকদের মধ্যে। এবারে সেই একই দাবি উঠেছে দুর্গাপুর ইস্পাত কারখানায়। এখন বামপন্থী শ্রমিক সংগঠনের এই দাবির পরিপ্রেক্ষিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। ফলে সকলের নজর এখন ৪ অক্টোবরের বৈঠকের দিকে।

[আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশেই মিড-ডে মিল পরিবেশন, বেহাল চিত্র কাটোয়ার স্কুলের]

The post পুজোয় সঠিক অঙ্কের বোনাসের দাবিতে অনড় সিটু, সেইলের সঙ্গে আলোচনায় ‘না’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement