অরিজিৎ গুপ্ত, হাওড়া: গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার (Howrah) জগাছা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। দু’তরফেই থানায় অভিযোগ দায়ের করা হলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
হাওড়ার জগাছার একটি অনুষ্ঠানবাড়িকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই অনুষ্ঠানবাড়িতে মাঝে মধ্যেই নানারকম অনুষ্ঠান হয়। প্রচুর লোকের সমাগম হয়। স্থানীয়দের অভিযোগ, সেই সময় অনুষ্ঠানবাড়ির লোকেরা গাড়ি পার্কিং করলেই যাতাযাতে সমস্যা হয় স্থানীয়দের। বুধবার রাতেও ঠিক তেমনটাই হয়েছিল। ওই অনুষ্ঠান বাড়িটিতে বিয়ের আসর বসেছিল। বাইরে গাড়ি রেখেছিলেন বিয়েবাড়ির লোকেরা। স্থানীয়রা প্রতিবাদ করেন। তাঁদের কথায়, রাস্তার উপরে গাড়ি রেখে দেওয়ায় চলাফেরায় সমস্যা হয়। বার বার ওই বাড়ির মালিককে সমস্যার কথা বললেও তিনি তাতে কর্ণপাত করেননি।
[আরও পড়ুন: ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর]
বুধবার প্রতিবেশীরা প্রতিবাদ করতেই বিয়েবাড়ির মালিকের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। তা হাতাহাতিতেও পৌঁছয়। এরপর দু’পক্ষই জগাছা থানায় অভিযোগ দায়ের করে। আটক করা হয় চার জনকে। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওা হয়েছে।