shono
Advertisement

Breaking News

গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র নাদিয়াল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে মাঠে ‘পার্ক’ করে রাখা গাড়ির কাঁচ ভেঙে দেয় একদল দুষ্কৃতী। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়াল। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, গাড়ি-বাইক ভাঙচুর। ঘটনায় আহত বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, নাদিয়াল থানার পাশে একটি মাঠে রাতে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। অভিযোগ, গতকাল রাতে অধিকাংশ সেখানে […] The post গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র নাদিয়াল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:24 PM May 23, 2016Updated: 04:54 PM May 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে মাঠে ‘পার্ক’ করে রাখা গাড়ির কাঁচ ভেঙে দেয় একদল দুষ্কৃতী। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়াল। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, গাড়ি-বাইক ভাঙচুর। ঘটনায় আহত বেশ কয়েকজন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নাদিয়াল থানার পাশে একটি মাঠে রাতে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। অভিযোগ, গতকাল রাতে অধিকাংশ সেখানে রাখা গাড়ির কাচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। আজ সকালে গাড়ির অবস্থা দেখে খেপে ওঠেন গাড়ির মালিকরা। পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন গাড়ির মালিকরা। ঘটনার প্রতিবাদে আজ সকালে রাস্তা অবরোধ করেন তাঁরা। তারপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গাড়ি মালিকদের বচসা বেধে যায়। পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। বেশ কয়েকটি গাড়ি-বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশকর্মীরা ঘটনাস্থলে এলে তাদের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এলাকায় মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

The post গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র নাদিয়াল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement