দেব গোস্বামী, বোলপুর: বীরভূম জেলার কোর কমিটির ঘোষণা হতেই ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের নানুর। অনুব্রত মণ্ডল গোষ্ঠী ও কাজল গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে পালটা আক্রমণের অভিযোগ তুলছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বোলপুর নাহিনা গ্রামে।
অনুব্রত মণ্ডল গোষ্ঠীর চার তৃণমূল কর্মী বোলপুরে খেলা দেখে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গ্রামে ঢোকার পথেই কাজল গোষ্ঠীর লোকজন তাঁদের উপর চড়াও হয়। যদিও কাজল শেখ গোষ্ঠীর সদস্যদেরও একই অভিযোগ। বোমা, গুলি নিয়ে হামলা করা হয়েছে বলেই দাবি দুপক্ষের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন: ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে]
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকজনের মাথা ফেটেছে ও পা ভেঙেছে। সাতজনেরও বেশি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[আরও পড়ুন: অব্যাহত জোটের জট! ফের একলা চলার ইঙ্গিত মমতার, আদৌ থাকবেন রাহুলের ন্যায় যাত্রায়?]
প্রসঙ্গত, মঙ্গলবারই বীরভূমের নয় সদস্যের কোর কমিটি ভেঙে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে ৫ সদস্যের কমিটি গঠন হয়। একাধিক সংবাদমাধ্যম দাবি করে, কমিটি থেকে বাদ পড়েছেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। এর পর থেকেই বীরভূমে রাজনৈতির চাপানউতোর। যদিও বিভ্রান্তি উড়িয়ে তৃণমূল সভানেত্রী জানান,”কাজল নিয়ে ভুল খবর প্রচার হচ্ছে। ওকে তো নানুরের দায়িত্ব দেওয়া হয়েছে, জেলাপরিষদ সভাধিপতির অনেক কাজ, সেটাও করবে।” দলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের জেলাপরিষদ সভাধিপতি কাজল শেখ স্বাভাবিক নিয়মে পদাধিকারবলেই বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। দু’একটি সংবাদমাধ্যমে বীরভূমে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া পঁাচ সদস্যর তৃণমূলের কোর কমিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার পরেও অবশ্য জেলায় দুই গোষ্ঠীর দ্বন্দ্বে লাগাম পড়ছে না, তা বুধবার রাতের ঘটনাতেই স্পষ্ট।