সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্র! অভিযোগ, স্কুল থেকে তাকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। যদিও সমস্ত অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে মৃত ছাত্রের স্কুলের তরফে। কিন্তু সত্যিই এই আত্মহত্যার পিছনে অ্যাডমিট কার্ডই আসল কারণ নাকি কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ছাত্রটি দক্ষিণ দিল্লির শংকর বিহারের বাসিন্দা ছিল। সে ওই অঞ্চলেরই আর্মি পাবলিক স্কুলের পড়ুয়া ছিল। মঙ্গলবার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সামনে আসে স্কুল থেকে অ্যাডমিট কার্ড না দেওয়ার বিষয়টি। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাবা সেনার হেড কনস্টেবল পদে কর্মরত। এবং মা গৃহবধু। এদিকে স্কুলের তরফে ছাত্রটিকে অ্যাডমিট কার্ড না দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
[আরও পড়ুন: রাশিয়ায় গিয়ে যুদ্ধ করছে ভারতীয়রা, নীল নকশা ‘এজেন্টদের’, দাবি ওয়েইসির]
এনিয়ে ডেপুটি পুলিশ কমিশনার রোহিত মিনার বলেন, “গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”