সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকের মহড়ায় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গ। ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্যের মহড়া চলছিল। বেখেয়ালে সেই ‘ফাঁসি’র দড়িই গলায় চেপে বসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের। বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় (Hanging Body) দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এভাবে ছেলের মৃত্যু যেন মেনে নিয়ে পারছে না পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কর্ণাটকের চিত্রদুর্গের বাসিন্দা বছর বারোর সঞ্জয় গৌড়া। স্কুলের নাটকে অংশ নিয়েছিল সে। দেশাত্মবোধক নাটকে সপ্তম শ্রেণির সঞ্জয় অভিনয় করছিল বিপ্লবী ভগৎ সিংয়ের (Bhagat Sing) চরিত্রে। সেখানে ফাঁসির একটি দৃশ্য ছিল। স্কুলে সে সবার সঙ্গেই মহড়া (Rehearsal) দেয়। কিন্তু বাড়ি ফিরেও নাটকের মহড়া নিয়ে ব্যস্ত ছিল। ফাঁকা বাড়ি পেয়ে সেখানে নিজে নিজেই প্র্যাকটিস শুরু করে।
[আরও পড়ুন: গুজরাট বিপর্যয় থেকে শিক্ষা, রাজ্যের কেবল ব্রিজগুলির পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাইল নবান্ন]
ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্যকে (Hanging scene) আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সে ওই দৃশ্যটিই বারবার মহড়া করছিল। সেসময়ই ঘটে যায় বিপত্তি। গলায় ফাঁস লেগে মৃত্যু হয় সঞ্জয় গৌড়ার। ঘরে ফিরে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের পাখায় একটি দড়ি নিয়ে ফাঁসির মহড়া করছিল সে। নিরাপত্তার জন্য পায়ের তলায় টুলও রেখেছিল একটি। কিন্তু বেকায়দায় তা সরে যায়। তখন আর সঞ্জয় গলায় দড়ি দেওয়া অবস্থা সামলাতে পারেনি। ফাঁস লেগে দমবন্ধ হয়ে মারা যায়। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।