shono
Advertisement

দেশের অভ্যন্তরীণ ফাইল চুরি যায়নি তো? নারী দিবসের কর্মসূচিতে প্রশ্ন মমতার

নোটবন্দি করেও সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ব্যর্থ সরকার, অভিযোগ মুখ্যমন্ত্র্রীর৷ The post দেশের অভ্যন্তরীণ ফাইল চুরি যায়নি তো? নারী দিবসের কর্মসূচিতে প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:01 PM Mar 08, 2019Updated: 02:01 PM Mar 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নোটবন্দির পর বলেছিল সন্ত্রাসবাদ নির্মূল হবে৷ কিন্তু মোদিবাবুর জমানায় ২৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদ৷’’ সন্ত্রাসবাদকে ইস্যু করে শুক্রবার নারী দিবসের কর্মসূচি শেষে ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়ার কথা বললেও, তা করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার৷ নোটবন্দি করে আসলে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে৷

Advertisement

[নারীদের সম্মান জানাতে ‘রেসপেক্ট উইমেন’ শুরু করল লালবাজার]

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কলেজ স্ট্রিটের শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী, শেষ করেন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে৷ মিছিলে পা মেলান মহিলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেত্রীরা৷ মিছিল শেষে বক্তৃতা দিতে উঠে শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, যারা রাফালের ফাইল সামলে রাখতে পারে না, দেশের সুরক্ষা করবে কীভাবে? তিনি বলেন, ‘‘গণপিটুনির নামে সমগ্র দেশে দলিতদের উপর অত্যচার চলছে৷ মহিলাদের উপর অত্যাচার চলছে৷ শ্রমিক, কৃষকদের উপর অত্যাচার চলছে৷’’ অভিযোগ করেন, মুখে মহিলাদের উন্নয়নের কথা বললেও, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘লোকসভায় ৩৫ শতাংশ তৃণমূলের মহিলা সাংসদ রয়েছে৷ অন্য কোনও দলের এত সংখ্যায় মহিলা সাংসদ নেই৷ এই পরিসংখ্যান আরও বাড়ানোর চেষ্টা করব৷’’

[স্কুলে নয় মেয়েকে মধুচক্রে পাঠাত মা, পুলিশের জালে পাঁচ অভিযুক্ত]

পাশাপাশি, মহিলা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প শুরু করেছে৷ রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়৷ স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে হচ্ছে৷ একশো দিনের কাজে সবচেয়ে বেশি মেয়েরা কাজ করে৷

ছবি: পিন্টু প্রধান

The post দেশের অভ্যন্তরীণ ফাইল চুরি যায়নি তো? নারী দিবসের কর্মসূচিতে প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement