shono
Advertisement

উৎসব বদলে গেল শোকে, রাধাষ্টমীতে মায়াপুরে গিয়ে জলে ডুবে মৃত্যু কলেজছাত্রের

তিন বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল মায়াপুরে।
Posted: 05:22 PM Sep 23, 2023Updated: 05:25 PM Sep 23, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: উৎসবে আনন্দ করার জন্য মায়াপুরে (Mayapur) বেড়াতে গিয়েছিল মেদিনীপুরের প্রথম বর্ষের ছাত্র। কিন্তু সেই আনন্দ বদলে গেল শোকে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল ওই ছাত্রের। জানা গিয়েছে, মৃতের নাম রোহিত শর্মা। বয়স ১৭ বছর। রাধাষ্টমীতে (Radhasthami) মায়াপুরে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া। 

Advertisement

জানা গিয়েছে, রাধাষ্টমী উপলক্ষে খড়গপুর (Kharagpur) থেকে নদিয়ার মায়াপুরে, ইসকন মন্দিরে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর। জানা যায়, ওই যুবকের নাম রোহিত শর্মা। বয়স আনুমানিক ১৭ বছর। সূত্রের খবর, তিন বন্ধু মিলে শনিবার সকালে মায়াপুর ইসকনের মন্দিরে (ISCKON) ঘুরতে আসে। তাঁরা স্নান করতে নামে নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে।

[আরও পড়ুন: আবেদনে সাড়া, মোহনবাগান ম্যাচে যুবভারতী থেকে একজোড়া মেট্রো]

বাকিরা সাঁতার (Swimming) জানলেও রোহিত তা জানত না। আর সেই কারণে জলে তলিয়ে যায় সে। অন্য বন্ধুরা কোনওরকমে উঠে আসে ডাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশ। খবর পেয়ে ঘটনার স্থলে যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। জানা যায়, এরা প্রত্যেকে মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বন্ধুরা মিলে বেড়াতে গিয়ে এমন এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায়।

[আরও পড়ুন: কলকাতায় বসে আয়ারল্যান্ডের মহিলার সঙ্গে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার