shono
Advertisement

সিপিএমের উপর চাপ বাড়াতে ৪২ আসনেই তালিকা তৈরি কংগ্রেসের

বাম-কংগ্রেস জোটেও জট। The post সিপিএমের উপর চাপ বাড়াতে ৪২ আসনেই তালিকা তৈরি কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM Feb 16, 2019Updated: 12:14 PM Feb 16, 2019

স্টাফ রিপোর্টার: সিপিএমের সঙ্গে জোটের আলোচনার মধ্যেই ৪২টি আসনে প্রার্থী তালিকা তৈরির কাজ শেষের পথে কংগ্রেসের। মূলত সিপিএমের উপর চাপ বাড়াতেই রাজ্যের সব ক’টি আসনে প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্য কংগ্রেস। বস্তুত, আসন নিয়ে সিপিএম ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। কংগ্রেসের দাবি, কমপক্ষে ১৪টি আসন। কিন্তু তা ছাড়তে রাজি নয় সিপিএম। ইতিমধ্যে আসন বণ্টন নিয়ে সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাছাড়া সিপিএম ও কংগ্রেসের একাধিক নেতার মধ্যেও টেলিফোন মারফত আলোচনা হয়েছে। তবে কোনও রফাসূত্র এখনও বেরোয়নি। দু’পক্ষই নিজেদের দাবিতে অনড়। প্রশ্ন মূলত দুটি। এক, কে কতগুলি আসনে লড়বে? দুই, কোন আসন কার? প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর বক্তব্য, সিপিএমের সঙ্গে আমরা জোটে আগ্রহী। কিন্তু সিপিএমকেও সদিচ্ছা দেখাতে হবে।

Advertisement

[রাজ্যে বিজেপির প্রার্থী তালিকায় চমক থাকছে, ইঙ্গিত দিলীপের]

জোট নিয়ে বিধানসভা ভোটের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয়, তারজন্য আগেভাগেই প্রার্থী তালিকা তৈরিতে ঝাঁপিয়েছে প্রদেশ কংগ্রেস। নেতৃত্ব জানিয়েছেন, বিধানসভা ভোটে জোট করতে অনেক সময় লেগেছিল। এবার সেটা হবে না। তাই কংগ্রেসের প্রার্থী তালিকা আগেই তৈরি করা হয়েছে।
এই প্রার্থী তালিকা তৈরি নিয়ে শুক্রবার রাজ্য কংগ্রেসের সদর দফতরে বৈঠক হয়। প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁরা প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন করে প্রার্থীর নাম জমা দিয়েছেন। ৪২টির মধ্যে অর্ধেকের বেশি আসনে প্রার্থীদের নাম এদিন জমা পড়েছে।

[‘নিরাপত্তা উপদেষ্টা হামলার খবর পাননি?’ নাম না করে ডোভালকে বিঁধলেন মমতা]

আগামী ২১ তারিখ প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক বসছে। তার আগে বাকি আসনগুলির প্রার্থীদের নাম জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক প্রার্থীর জীবনপঞ্জি, প্রতিটি লোকসভা এলাকায় দলের রাজনৈতিক অবস্থা সম্পর্কে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন এ রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈ। ২১ তারিখের বৈঠকে রাজ্যের সব ক’টি লোকসভা আসনে তিনজন করে প্রার্থীর নামের তালিকা তৈরি করে দিল্লির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। একাধিক নেতা বলছেন, যদি সিপিএমের সঙ্গে কোনও অবস্থায় জোট না হয়, তারজন্য আগে থেকে প্রার্থী খোঁজার কাজটা সেরে রাখা হচ্ছে। সেইসঙ্গে কংগ্রেস নেতৃত্ব বামেদের এই বার্তাটাও দিচ্ছে, যোগ্য মর্যাদা না পেলে তারা জোট করবে না। এদিন কংগ্রেসে যোগ দেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতাজ আলি শাহ। তবে লক্ষ্মণ শেঠের যোগদান করার কথা থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি। দলের মধ্যে লক্ষ্মণকে নিয়ে মতপার্থক্য রয়েছে।

The post সিপিএমের উপর চাপ বাড়াতে ৪২ আসনেই তালিকা তৈরি কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার