shono
Advertisement

ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি! কটাক্ষ কংগ্রেসের

অর্ডিন্যান্স এনে মন্দির নির্মাণের দাবি বিশ্ব হিন্দু পরিষদের। The post ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি! কটাক্ষ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Oct 29, 2018Updated: 07:12 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির শুনানি পিছিয়ে যাওয়াকে অস্ত্র করে আসরে নামল কংগ্রেস। কংগ্রেসের দাবি, ভোট এলেই মন্দির নিয়ে নাটক শুরু করে বিজেপি। সোমবার থেকে নতুন করে শুরু হওয়ার কথা ছিল অযোধ্যা মামলার শুনানি। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের কাছে আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

Advertisement

 

[অমীমাংসিত রাম মন্দির মামলা, পরবর্তী শুনানির দিন ঠিক হবে জানুয়ারিতে]

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিকভাবে বিজেপি তথা হিন্দুত্ববাদীদের পক্ষে ধাক্কা হিসেবে দেখছেন। কারণ বিজেপি নেতারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন রাম মন্দির তৈরি হবে উনিশের লোকসভা ভোটের আগেই। কিন্তু জানুয়ারি থেকে শুনানি শুরু হলে মামলার চূড়ান্ত রায়দানের পর ভোটের আগে মন্দির তৈরি আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। স্বাভাবিকভাবেই সুপ্রিম পর্যবেক্ষণকে ভালভাবে নিচ্ছে না হিন্দুত্ববাদী দলগুলি। আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত আগেই জানিয়েছিলেন সর্বোচ্চ আদালতের জন্য অপেক্ষা না করে আইন আনা উচিত। রায়দানের পরও একই কথা বলছে সংঘ। একই সুর বিশ্ব হিন্দু পরিষদেরও। ভিএইচপির মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের উচিত আর অপেক্ষা না করে দ্রুত অর্ডিন্যান্স এনে মন্দির নির্মাণ করা উচিত। বিজেপির তরফেও সুপ্রিম সিদ্ধান্তে অসন্তোষ ব্যক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে ধীরে ধীরে হিন্দুদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে।

[হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না, রাম মন্দির ইস্যুতে হুমকি গিরিরাজের]

এদিকে আদালতের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণ শানায় কংগ্রেস। কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পি চিদম্বরম বলেন, এটা চেনা গল্প। প্রত্যেক পাঁচ বছর পর ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি। বিজেপি মেরুকরণ করার চেষ্টা করে। কংগ্রেসের অবস্থান স্পষ্ট, যতদিন সুপ্রিম কোর্টের অধীনে মামলা রয়েছে, ততদিন তাড়াহুড়ো করার কোনও মানে হয়না।

The post ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি! কটাক্ষ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement