shono
Advertisement

Breaking News

কংগ্রেস প্রার্থী উর্মিলার নাম-ধর্ম বদল উইকিপিডিয়ায়! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

কাশ্মীরি মডেলকে বিয়ের পরই ধর্ম বদল উর্মিলার, দাবি উইকিপিডিয়ার৷ The post কংগ্রেস প্রার্থী উর্মিলার নাম-ধর্ম বদল উইকিপিডিয়ায়! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM Mar 31, 2019Updated: 04:13 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী হিসাবে বেশ সফল তিনি৷ সদ্যই শুরু করেছেন কেরিয়ারের নয়া ইনিংস৷ রূপোলি পর্দার অভিনেত্রী পা রেখেছেন রাজনীতির আঙিনায়৷ তবে এই ময়দানে পা রাখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে উর্মিলা মাতণ্ডকরকে৷ কিন্তু এখানেই শেষ নয়৷ অভিযোগ, বিরোধীদের কারসাজিতে উইকিপিডিয়ায় বদলে গেল ‘রঙ্গিলা গার্ল’-এর নাম, ধর্মও৷

Advertisement

[ আরও পড়ুন: কেন ভোট দেবেন উর্মিলাকে? নিজেই জানালেন অভিনেত্রী]

সপ্তদশ লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উর্মিলা৷ এক্কেবারে কোমর বেঁধে ভোটপ্রচারে নেমে পড়েছেন তারকা প্রার্থী৷ তবে তাতেও সমালোচকরা তাঁর পিছু ছাড়ছেন না৷

তাঁর পরিবার, ধর্ম, পরিচয় নিয়ে নানা সমালোচনা শুনতে হচ্ছে কংগ্রেস প্রার্থীকে৷ উর্মিলার স্বামী মহসিন আখতর মীর কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী৷ স্বামীর পরিচয় নিয়েই বারবার সমালোচনা শুনতে হচ্ছে উর্মিলাকে৷ অভিযোগ, উইকিপিডিয়ায় ‘রঙ্গিলা গার্ল’ উর্মিলার নাম বদলে কেউ বা কারা করে দিয়েছে মরিয়াম আখতার মীর৷ এ-ও বলা হয়েছে যে মহসিনের সঙ্গে ‘নিকাহ’-র পরই নাকি নাম পরিবর্তন করেছিলেন অভিনেত্রী৷ ধর্মান্তরিত হয়ে উর্মিলা মুসলমান হয়ে গিয়েছেন বলেও দাবি করা হয়েছে উইকিপিডিয়ায়৷যা দেখে অত্যন্ত বিরক্ত উর্মিলা নিজেই৷ চরম অসন্তোষ প্রকাশ করছে তাঁর পরিবার৷প্রশ্ন তুলছেন, তাইই যদি হয়, তাহলে প্রয়োজনীয় সম্পাদনা আগে কেন হয়নি? কেন উর্মিলা রাজনীতিতে পা রাখার পরই এসব হচ্ছে?

[ আরও পড়ুন: বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন ১০০ পরিচালকের!]

কংগ্রেসের দাবি, উর্মিলা একজন সফল অভিনেত্রী৷ নিজের অভিনয় দক্ষতায় বহু মানুষের মন জয় করেছেন তিনি৷ তাঁর জনপ্রিয়তাতেই নাকি সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির৷ তাই এভাবেই উইকিপিডিয়ায় শুধুমাত্র এডিট করে এক ক্লিকেই বদলে ফেলা হয়েছে অভিনেত্রীর নাম এবং ধর্মও৷ তাঁর বিরুদ্ধে অপপ্রচারই বিজেপির একমাত্র লক্ষ্য বলেও অভিযোগ দলীয় নেতৃত্বের৷

[ আরও পড়ুন: নাতনির মাথায় বিজেপির টুপি পরানোর চেষ্টা, অস্বস্তিতে অমিত শাহ]

[ আরও পড়ুন: বাবার কংগ্রেসে যোগদান নিয়ে কী বললেন সোনাক্ষী সিনহা?]

শুধুমাত্র রাজনৈতিক দলে যোগ দেওয়ার ফলে এহেন আক্রমণকে মোটেও ভাল চোখে দেখছেন না উর্মিলার পরিজনেরা৷ তাঁদের দাবি, সাধারণ মানুষের জন্য কিছু করার আশায় অভিনেত্রী ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাতে এমন হেনস্তার শিকার হতে হওয়াটা নিতান্তই দুর্ভাগ্যজনক৷ যদিও উর্মিলা এসব ‘অপপ্রচারে’ কান দিতে নারাজ৷ আপাতত নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতেই মন দিয়েছেন তিনি৷

The post কংগ্রেস প্রার্থী উর্মিলার নাম-ধর্ম বদল উইকিপিডিয়ায়! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement