সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপের সঙ্গে সমঝোতা অতীত। দিল্লি বিধানসভা ভোটে প্রথম দফায় ২১ আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। এর মধ্যে উল্লেখযোগ্য অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নয়াদিল্লি আসনের কংগ্রেস প্রার্থী। তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত।
নয়াদিল্লি বিধানসভা আসনে ২০১৩ সালে শীলা দীক্ষিতকে হারিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই আসনেই শীলার ছেলের সন্দীপের 'বদলা'র লড়াই। উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা। দিল্লি মেট্রো থেকে শুরু করে সিএনজি-চালিত গাড়ি বাস্তবায়িত হয় তাঁর আমলেই। সেই মায়ের মান রাখতে পারবেন সন্দীপ? উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজধানীর জনতাকে।
এছাড়াও ২১ জনের প্রথম দফা প্রার্থিতালিকায় রয়েছেন এআইসিসির মুখপাত্র রাগিণী নায়েক। তিনি ওয়াজিরপুর কেন্দ্রে লড়বেন। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বাদলী আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। ডিসেম্বরের শেষেই ভোটের দিনক্ষণ। কেজরির দল ইতিমধ্যেই ৩১ আসনে প্রার্থী ঘোষণা করেছে।