shono
Advertisement

দেশের সেনাপ্রধানকে ‘রাস্তার গুণ্ডা’বলে বিতর্কে কংগ্রেস নেতা

দেখুন সেই ভিডিও: The post দেশের সেনাপ্রধানকে ‘রাস্তার গুণ্ডা’ বলে বিতর্কে কংগ্রেস নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Jun 11, 2017Updated: 03:25 PM Jun 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মিডিয়ার সামনে যখন সেনাপ্রধান বক্তব্য পেশ করেন, মনে হয় যেন রাস্তার কোনও গুণ্ডা কথা বলছে৷” ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে৷ যার জেরে খানিকক্ষণের মধ্যেই নিজের বক্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইতে কার্যত বাধ্য হলেন সন্দীপ দীক্ষিত৷

Advertisement

[মেজর গগৈয়ের প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধান বিপিন রাওয়াত]

কিন্তু কী বলেছিলেন সন্দীপ দীক্ষিত?

সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশের সেনাপ্রধান কী করে রাস্তার গুন্ডাদের মতো কথা বলতে পারেন? পাক সেনাপ্রধান এরকম করে কথা বললে আমি কিছু মনে করতাম না৷ কারণ ওরা মাফিয়াদের মতোই কথা বলে৷ কিন্তু আমাদের দেশের সেনাপ্রধান কী করে এই ভাষায় কথা বলতে পারেন?” সম্প্রতি সেনাপ্রধান রাওয়াত একাধিকবার কড়া ভাষায় ইসলামাবাদের সমালোচনা করেন৷ তিনি জানান, চিন ও পাকিস্তানের সঙ্গে দু’টি পূর্ণাঙ্গ যুদ্ধ ও দেশের অন্দরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে অর্ধেক যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে৷ কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলায় ফারুক দার নামের এক কাশ্মীরি যুবককে জিপের সামনে বেঁধে ঘোরানোয় অভিযুক্ত মেজর গগৈয়ের পাশে দাঁড়ান জেনারেল রাওয়াত৷ জানিয়ে দেন, তিরস্কার নয়, বরং মেজর গগৈয়ের বীরত্বের জন্য তাঁকে পুরস্কৃত করবে সশস্ত্র বাহিনী৷ সেনাপ্রধানের এই সপাট মন্তব্যই সম্ভবত পছন্দ হয়নি শীলা-পুত্র সন্দীপের৷

[টিভি চ্যানেলে ‘অশালীন’ আক্রমণের বিরুদ্ধে সরব কাশ্মীরিরা]

সেনাপ্রধানকে আক্রমণ করে কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে ওঠে নেটদুনিয়ায়৷ দল-মত নির্বিশেষে সকলেই সমালোচনা করেন ওই মন্তব্যের৷ কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপিও৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “কংগ্রেসের কী দশা হয়েছে ভাবছি৷ কোন সাহসে এক কংগ্রেস নেতা দেশের সেনাপ্রধানকে রাস্তার গুণ্ডা বলতে পারলেন?” এর আগে শিক্ষাবিদ পার্থ চট্টোপাধ্যায় জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে অত্যাচারী ব্রিটিশ জেনারেল ডায়ারের তুলনা করেন৷ ব্রিটিশদের আমলে জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার৷ যদিও ওই সমালোচনা গায়ে মাখেননি সেনাপ্রধান৷ তিনি এক অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, “দেখুন, আমি একজন সেনাপ্রধান৷ আমাকে এই সব সমালোচনা সহ্য করতেই হবে৷ কেউ আমার মন্তব্যকে ভুল ভাবতেই পারেন৷ তাতে আমার কিছুই এসে যায় না৷ কারও সমালোচনা আমাকে বিদ্ধ করে না৷”

[ভারতে হামলার ‘নকল’ ভিডিও প্রকাশ পাকিস্তানের]

দেখুন সেই ভিডিও:

#WATCH: Congress leader Sandeep Dikshit says it feels bad when our Army Chief gives statement like a “sadak ka gunda”. pic.twitter.com/Kh1DdtLfbL

— ANI (@ANI_news) June 11, 2017

The post দেশের সেনাপ্রধানকে ‘রাস্তার গুণ্ডা’ বলে বিতর্কে কংগ্রেস নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement