সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের ভোটপর্ব চলাকালীন ইন্ডিয়া (INDIA) জোটের কাজ একটুও এগোয়নি। কংগ্রেসের জন্যই এগোয়নি। নেতারা ভোটের প্রচারে ব্যস্ত, এই অজুহাত দেখিয়ে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনাও শুরু করেনি হাত শিবির। রাজস্থান-মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যে ভরাডুবির ইঙ্গিত মিলতেই ফের ইন্ডিয়া জোটের দ্বারস্থ হল কংগ্রেস (Congress)।
রবিবার সকাল থেকে চার রাজ্যের ভোটগণনা চলছে। প্রাথমিক ট্রেন্ডে পরিষ্কার মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। ছত্তিশগড়েও কংগ্রেস বিজেপির থেকে পিছিয়ে। যা পরিস্থিতি তাতে কার্যত ভরাডুবির মুখে কংগ্রেস। আর এই ভরাডুবির পরিস্থিতি তৈরি হতেই ফের ইন্ডিয়া জোটের দ্বারস্থ হলেন মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, আগামী বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি।
[আরও পড়ুন: পাত্রকে পছন্দ নয় বন্ধুদের, বিয়ে বাতিলের চারদিন পরেই রহস্যমৃত্যু তরুণীর]
ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের ৬ ডিসেম্বর দিল্লিতে ডেকেছেন খাড়গে। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনটাই বাবরি মসজিদ ধ্বংসের দিন। পাঁচ রাজ্যের ফলাফলের বিশ্লেষণের পাশাপাশি আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কী রণকৌশল হবে, সেটাও আলোচনা হবে ওই বৈঠকে। তবে বিরোধী জোটের কোন কোন নেতা ওই বৈঠকে যাবেন তা নিয়ে এখনও সংশয় আছে।
[আরও পড়ুন: ফোকাস অযোধ্যাই! রাম মন্দির উদ্বোধনের আগেই খুলে যাবে বিমানবন্দর]
উল্লেখ্য, পাঁচ রাজ্যের নির্বাচন ইন্ডিয়ার ব্যানারে হয়নি। এই রাজ্যগুলিতে কার্যত একাই লড়ছে কংগ্রেস। সমাজবাদী পার্টি, সিপিএমের মতো ইন্ডিয়া জোটের ছোট শরিকদের সেভাবে পাত্তাই দেয়নি হাত শিবির। মধ্যপ্রদেশের মতো রাজ্যে তার ফলও ভুগতে হল কংগ্রেসকে। সেরাজ্যে সমাজবাদী পার্টির সঙ্গে বিবাদের জেরে ভালোই লোকসান হয়েছে কংগ্রেসের। রাজস্থানেও ছবিটা একই।